X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ভালোবাসা দিবসে তারকা হোটেলের নানা আয়োজন

জীবনযাপন ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:০৮আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:০৮

আসছে ১৪ ফেব্রুয়ারি। ভালোবাসার দিনটি উদযাপনে শুরু হয়ে গেছে নানা ধরনের আয়োজন। একই দিনে আয়োজিত হবে বসন্তবরণ উৎসবও। ফলে দুই উৎসব একসঙ্গে উদযাপনের প্রস্তুতি চলছে জোরেশোরে। তারকা হোটেলগুলো নানা ধরনের অফার দিচ্ছে ভালোবাসার দিন উপলক্ষে। জেনে নিন কোন হোটেল কী অফার দিচ্ছে।

ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট 
ভালোবাসা দিবস উপলক্ষে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট আয়োজন করেছে 'ভ্যালেন্টাইন অন দ্য স্কাইলাইন,' যেখানে গিটার আর মিষ্টি সুরের মূর্ছনায় সন্ধ্যা ছয়টা থেকে শুরু হবে উৎসবের আনুষ্ঠানিকতা। বিশেষ দিবসের জাঁকজমক এই আয়োজনে সিগনেচার রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে কাপলদের জন্য থাকবে রোম্যান্টিক ক্যান্ডেল লাইট বুফে ডিনারের ব্যবস্থা। এছাড়াও থাকছে যুগলদের স্বাগত জানাতে ভ্যালেন্টাইন স্পেশাল ড্রিংক ও হার্ট শেপ স্পেশাল কেক, তারই সাথে মোমবাতির আলোয় সংগীতশিল্পীর লাইভ মিউজিক উপভোগ করার সুযোগ। ভালোবাসার এই দিনটিকে স্মরণীয় করতে এবং আকর্ষণীয় করতে ছবি তোলার সজ্জিত ফটোবুথ ছাড়াও থাকছে ৩৬০ ডিগ্রি ফটোবুথ। প্রিয় মানুষের সাথে সময় কাটাতে রিজেন্সি অফার করছে ১৪০১৪ টাকায় রুম প্যাকেজ।  সাথে থাকছে ব্যুফে ব্রেকফাস্ট ও ব্যুফে ডিনার। 

হোটেল হলিডে ইন
ভালোবাসা দিবস উপলক্ষে পাঁচ তারকা হোটেল হলিডে ইন রোমান্টিক আবহে সাজিয়েছে নানা আয়োজন। অতিথিদের স্বাগত জানাতে ভ্যালেন্টাইন ড্রিংকস, গোলাপ ফুল ও চকলেট বক্স থাকছে। যুগলদের সময়কে আরও স্মরণীয় করতে থাকবে রোমান্টিক লাইভ মিউজিক ও ডিনার।  আর থাকছে এয়ার টিকিট, পাঁচ তারকা হোটেলে থাকাসহ লাইফস্টাইল–বিষয়ক নানা উপহার। হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে ১৪ হাজার ৯৯৯ টাকা থেকে শুরু হওয়া এক্সক্লুসিভ ‘রোমান্টিকেশন’ রুম প্যাকেজের সঙ্গে বিশেষ স্টাইলে ভ্যালেন্টাইনস ডে উদযাপন করার সুযোগ থাকছে। লাইভ মিউজিক আর রোমান্টিক পরিবেশে বিশেষ বারবিকিউ ডিনার উপভোগ করা যাবে এখানে। 

শেরাটন ঢাকা
শেরাটন ঢাকা ভ্যালেন্টাইন ক্যাম্পেইন, ‘লাভ ল্যান্ড’ ঘোষণা করেছে। ৭ থেকে ১৪ ফেব্রুয়ারি এই আয়োজনে হোটলটির সিগনেচার রেস্তোরাঁগুলোয় থিমযুক্ত খাবার পরিবেশন করা হবে। ১৪ ফেব্রুয়ারি সাড়ে তিন হাজার টাকায় যুগলদের জন্য ভ্যালেন্টাইন স্পেশাল হাই-টি এর আয়োজন করা হয়েছে।হোটেলটির দ্য গার্ডেন কিচেনে সেদিন ভ্যালেন্টাইন স্পেশাল বুফে ব্রাঞ্চের আয়োজন করেছে যার মূল্য ১৪ হাজার ৫০০ টাকা।

দ্য ওয়েস্টিন ঢাকা 
ভ্যালেন্টাইন ডে উপলক্ষে বিভিন্ন আয়োজন রেখেছে ওয়েস্টিন ঢাকা হোটেল। লাভ ট্রিতে অতিথিরা নিজের মনের কথা প্রিয়জনকে লিখে জিতে নিতে পারবেন আকর্ষণীয় পুরস্কার। সপ্তাহজুড়েই প্রতিদিন ওয়েস্টিনে থাকবে ভিন্ন ভিন্ন আয়োজন। প্রতিটি অনুষ্ঠানের আনন্দ বাড়াতে রয়েছে বিশেষ পুরস্কার এয়ার টিকেট এবং ডায়মন্ডের রিং। বুফে রেস্তোরাঁ ‘সিজনাল টেস্টস’ এ ভ্যালেন্টাইনস উপলক্ষে বিশেষ বুফে লাঞ্চের আয়োজন করা হবে। যার মূল্য জনপ্রতি সাড়ে চার হাজার টাকা। ডিনার বুফে আট হাজার ৯৯৯ টাকা। বুফে মেন্যুতে ভ্যালেন্টাইনের স্পেশাল কার্ভিং স্টেশন, লাইভ স্টেশন, সুশি স্টেশন, এক্সক্লুসিভ গ্রিল স্টেশন এবং হার্ট মেল্টেড ডেজার্ট আইটেম থাকবে।

হোটেল হলিডে ইন

লা মেরিডিয়ান ঢাকা 
পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ানে ভালোবাসা দিবসের বিশেষ ডিনার উপভোগ করতে পারবেন ৯ হাজার ৫০০ টাকায়। নির্দিষ্ট কার্ড হোল্ডারদের জন্য থাকছে একটির সঙ্গে আরেকটি বিনামূল্যে। 

প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেল 
১৩ ফেব্রুয়ারি ডিনারের আয়োজনে  'কিস ব্লিস' মকটেল থাকছে প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের বিশেষ দিনার উপভোগ করতে পারবেন ৬ হাজার ৫০০ টাকায়। এছাড়া লাইভ বারবিকিউ ডিনারের আয়োজনও থাকবে এদিন। ১১হাজার ৯৯৯ টাকা রুম প্যাকেজ থাকছে বিশেষ দিন উপলক্ষে। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জালিয়াতির মামলায় সিটি ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সিটি ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
প্রতিরোধ যোদ্ধাদের খুঁজতে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন হাইকোর্টের
প্রতিরোধ যোদ্ধাদের খুঁজতে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন হাইকোর্টের
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার
বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ
বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড