উৎসবের আবহ শুরু হয়ে গেছে। আগামীকাল ১৪ ফেব্রুয়ারিতে একই সঙ্গে উদযাপিত হবে বসন্তবরণ উৎসব এবং ভালোবাসা দিবস। ফুলের বাজারে আগুন থাকবে এই আশঙ্কায় অনেকে আগের দিনই কিনে রাখেন খোঁপায় জড়ানোর ফুল। আবার সকাল সকাল শাড়ি-ফুল পরে বের হতে চাইলে একদিন আগে ফুল কিনে রাখাই ভালো। কিন্তু একদিন আগে কিনেও ফুল তাজা রাখা যাবে তো? কিছু টিপস জেনে নিন।
১। গাঁদা ফুলের মালা কিনে আনলে সেটা একটি পাতলা সুতির কাপড় ভিজিয়ে মুড়ে রাখুন। পরদিন চুলে পরার আধা ঘণ্টা আগে খোলা বাতাসে রাখুন। বের হওয়ার আগে খোঁপা সাজিয়ে নিন ফুলের মালায়।
২। গোলাপ কিনতে চাইলে পুরোপুরি প্রস্ফুটিত গোলাপ না কিনে আধ ফোটা ফুল কিনুন। লম্বা ডাঁটা ও পাতাসহ কিনবেন ফুল। বাড়িতে ফিরে পরিষ্কার পানিতে ডুবিয়ে রাখুন ডাঁটাসহ গোলাপ। ডাঁটা কিছুটা ছোট করে কেটে নেবেন পানিতে ডোবানোর আগে। তবে বেশি ছোট করে কাটবেন না। কাটার সময় ৪৫ ডিগ্রি কোণ করে কাটুন। ফুলদানিতে কাণ্ডের যে অংশটুকু পানিতে ডোবানো থাকবে, তাতে যেন কোনও পাতা না থাকে। চুল সাজানোর আগে গোলাপ ফুলদানি থেকে বের করে সুবিধা মতো সাইজে ডাঁটা কেটে নিন।
৩। জারবেরা বা গোলাপ ফুল ফুলদানির পানিতে ভিজিয়ে পানিতে চা-পাতা অথবা কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে দিন। ফুলের উজ্জ্বলতা বজায় থাকবে।