নিজের ডিজাইন করা পোশাক নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছেন নাতাশা হায়াত। দুই দিনব্যাপী এ প্রদর্শনী শুরু হয়েছে আজ ১ এপ্রিল। শাড়ি, সালোয়ার কামিজ, শিশুদের পোশাকসহ নববর্ষ ও সামার কালেকশন পাওয়া যাবে প্রদর্শনীতে। প্রদর্শনী ছাড়াও পোশাকগুলো আইরিসেস- এর শোরুমে পাওয়া যাবে বলে জানান নাতাশা হায়াত। আগামীকাল ২ এপ্রিল রাত ১০টায় শেষ হবে প্রদর্শনী।
ঠিকানা: গ্যালারি কসমস-২, ভিলা দে আঞ্জুমান, বাড়ি- ১১৫, লেন-৬, নিউ ডিওএইচএস, মহাখালী, ঢাকা।
/এনএ/