X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

বারোক চিত্রের অনুপ্রেরণায় পোশাক

লাইফস্টাইল ডেস্ক
১৫ অক্টোবর ২০১৯, ১৪:০০আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ১৬:১০
image

‘বারোক’ শিল্পকলার এমন একটি কৌশল, যা চিত্রে গতি ও ভাব প্রকাশের অতিরঞ্জন, আলোছায়ার খেলা এবং ছোট ছোট কাজগুলোর সুস্পষ্ট বিবরণের মাধ্যমে ফুটিয়ে তোলে। সতেরো শতকে ছিল বারোক চিত্রকলার স্বর্ণযুগ। ফ্রান্স, রোম, ইতালি তথা সারা ইউরোপ জুড়ে তখন ছিল বারোক চিত্রের জয়জয়কার। ওই সময়টায় চিত্রকলা, স্থাপত্যশিল্প, সাহিত্য, ভাস্কর্য, নৃত্য এমনকি সংগীতেও বারোকের প্রবল প্রভাব তৈরি হয়েছিল।

বারোক চিত্রের অনুপ্রেরণায় পোশাক
ফ্যাশনে বারোকের প্রভাব পড়েছিল ১৬২০ এর দিকে। বারোক ফ্যাশনের অণুপ্রেরণা ছিল এর অভিজাত নকশা, উজ্জ্বল কালো, সোনালি ও সাদা রঙের ব্যবহার এবং অভিজাত আবরণ।
সেই সময়ের রাজা এবং গণ্যমান্যরা বারোককে বেছে নিয়েছিলেন নিজেদের আভিজাত্য প্রকাশের মাধ্যম হিসেবে। পরবর্তীতে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলো বারোক আর্ট থেকে অণুপ্রেরণা নিয়ে সবার জন্য পোশাক ডিজাইন করতে শুরু করেন। তারা বারোকে ব্যবহৃত গসপেলের চরিত্রগুলোকে বদলে চেইন, দড়ি, ট্যাসেল, চামড়ার কড়ার মোটিফ ব্যবহার করতে থাকেন, আর চিরাচরিত বারোক রঙগুলোর সাথে যোগ হতে থাকে নানান রকম শেড।
জিয়ান্নি ভারসাচি বারোকের আদলে লেপার্ড প্রিন্টের সাথে দেবী মেডুসার মাথা ব্যবহার করে দেখিয়েছিলেন বারোক প্রিন্টের ভিন্ন মাত্রার ব্যবহার। অন্যদিকে শ্যানেল তার লোগোর চারপাশে বারোক ধাঁচের সোনালি রঙা মোটা চেইনের মোটিফ বসিয়ে তৈরি করেছিল অসাধারণ কিছু পরিচ্ছদ। কিছু কিছু ব্র্যান্ড বারোকের ভাব আনতে নিয়ন রঙ ব্যবহার করতে থাকে।
বর্তমানে বারোক বিশ্বজুড়ে ব্যবহৃত সবচে প্রচলিত প্রিন্টগুলোর একটি। অতিরঞ্জিত রঙ আর মোটিফের মাঝেই একটি অভিজাত ধাঁচ তৈরি করতে বারোকের আবেদন সবচাইতে শক্তিশালী বলে মানা হয়।
এবার বারোক নিয়ে কাজ করেছে ফ্যাশন হাউজ ‘লা রিভ।’ শরত কালেকশন মূল আকর্ষণ হিসেবে থাকছে বারোক প্রিন্টের অনুপ্রেরণায় তৈরি পোশাক। নারী এবং পুরুষের জন্য তৈরি এই সংগ্রহে জোর দেওয়া হয়েছে অভিজাত প্রিন্ট আর রুচিশীল ডিজাইনকে।
লা রিভের প্রধান নির্বাহী মন্নুজান নার্গিস জানালেন, ‘শিল্প এবং ফ্যাশনের সমৃদ্ধ ইতিহাস এবং হাল আমলের প্রচলিত স্টাইল, এই দুই উপাদান লা রিভকে সবসময়ই অনুপ্রাণিত করে। তারই ধারাবাহিকতায় এই বছর লা রিভ বারোক ফ্যাশনের অনুপ্রেরণার বহিঃপ্রকাশ ঘটিয়েছে শরত কালেকশনে।’

বারোক চিত্রের অনুপ্রেরণায় পোশাক
চিরায়ত এবং চলতি, দুই ধরনের বারোক প্রিন্টের মোটিফ ফোটানো হয়েছে লা রিভের এই আয়োজনে। লতা এবং ফুল, ভারি চেইন, ফুলের মত সাজানো দড়ি, হাল আর নোঙর, বর্ণিল ট্যাসেল, কমলায় ফোটানো স্ট্র্যাপ, গয়না এবং শেকলের যুগলবন্দী এমন নানা ধরনের বৈচিত্র্যময় মোটিফে সাজানো হয়েছে পোশাক। রঙ হিসেবে কালো, সাদা, সোনালি ছাড়াও বারোকের স্টাইলে সবুজ, নীল, বাদামী এবং গাঢ় লাল রঙ ব্যবহার করা হয়েছে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছরের জন্য পিছিয়ে গেছে: পেন্টাগন
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছরের জন্য পিছিয়ে গেছে: পেন্টাগন
ওআইসি মহাসচিবের সঙ্গে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির বৈঠক
ওআইসি মহাসচিবের সঙ্গে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির বৈঠক
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন