X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

জনতার সম্মিলিত সংগ্রামের সঙ্গে ব্যক্তির প্রেম : সুমন সাজ্জাদ

সাক্ষাৎকার গ্রহণ : রায়হান কবির
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫১আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৪২

প্রশ্ন : কবি আল মাহমুদ বাংলা কবিতায় সবচেয়ে উজ্জ্বল হয়ে আছেন বা থাকবেন কী কারণে?
সুমন সাজ্জাদ : কবি আল মাহমুদ বাঙালি জনগোষ্ঠীর দেশজ ও লোকায়ত চেতনা এবং ভাব ও ভাষাকে কবিতায় স্থান দিয়েছেন, তাই দীর্ঘকাল উজ্জ্বল থাকবেন বলে আমার মনে হয়।

প্রশ্ন : কবি আল মাহমুদকে কীভাবে পাঠ করলে সুবিধা হয়? আপনি কীভাবে মূল্যায়ন করেন?
উত্তর : কীভাবে সুবিধা হয় তা পাঠকভেদে ভিন্ন হয়। আল মাহমুদের কবিতা পাঠ করার ক্ষেত্রে আমি আমার নন্দনতাত্ত্বিক অবস্থান থেকে তিনভাবে পাঠ করতে চাই—
১. বাংলা কবিতার ঐতিহাসিক পরম্পরার ভিত্তিতে।
২. নন্দনতাত্ত্বিকভাবে কী ধরনের নিরীক্ষায় তিনি অবতীর্ণ হয়েছেন এবং তার সঙ্গে তুলনা টানতে চাই পূর্ববর্তী কবিদের।
৩. তাঁর কবিতায় কী করে কাব্য ভাষা এবং কাব্যের বিষয়-বস্তু একটা রাজনৈতিক লক্ষ্য বা দর্শনকে হাজির করছে।
তাছাড়া আরেকটা দৃষ্টিভঙ্গি আমার কাছে ভালো লাগে— প্রকৃতির প্রতি তার নিবিড় একটা পর্যবেক্ষণ আছে। এই পর্যবেক্ষণটাকে আমি পাঠ করতে চাই; উপভোগ করি।

প্রশ্ন : বাংলা কবিতার পরম্পরায় আল মাহমুদ কতটুকু ‘প্রথাসিদ্ধ’ কতটুকু ‘স্বতঃস্ফূর্ত’?
উত্তর : তাঁর পূর্ববর্তী কবিদের সঙ্গে তুলনা করলে মনে হয় না তিনি প্রথাসিদ্ধভাবে লিখেছেন। তিনি সবসময় স্বতঃস্ফূর্ততাকেই প্রাধান্য দিয়েছেন। জোর করে ছন্দ মিলানো, ইমেজ তৈরি করা, এসব আরোপিত কোনোকিছু তাঁর ক্ষেত্রে ঘটেছে বলে মনে হয় না। যদিও শিল্প একধরনের কৃত্রিম ব্যাপারই। ভাষার একধরনের অপরিচিতি করনের মধ্যে দিয়ে শিল্প তৈরি হয় বা কবিতা তৈরি হয়; কবিতার সৃজন ঘটে।
যদি সনেটকে প্রথাসিদ্ধ ফর্ম ধরি— তা তিনি করেছেন। কিন্তু সনেটের ভেতর কী দিয়েছেন, যা দিয়েছেন তা আগে ছিলো কিনা, সেটা প্রথাসিদ্ধ কিনা— যেমন আমরা যখন দেখি ‘সোনালি কাবিন’ কাব্যগ্রন্থে প্রেম, বিপ্লব ও রাজনৈতিক বলয়ের মতো বিষয়গুলোকে শক্তিশালী রূপ দেওয়া হচ্ছে, তখন মনে হয় এই ধরনের উপস্থাপনা পূর্ববর্তী কবিতায় ছিলো না। মাইকেল, শক্তি সনেট লিখেছেন, কিন্তু আল মাহমুদ যখন লিখলেন তার মধ্যে এমন উপকরণ পেলাম আমরা : লোকায়ত বাংলা, লোকায়ত ইতিহাস, জনতার সম্মিলিত সংগ্রামের সঙ্গে ব্যক্তির প্রেম বা বিদ্রোহ। একক ব্যক্তিত্বের প্রেম বা বিদ্রোহকে সম্মিলিত করে সামষ্টিক বিদ্রোহ বা সামষ্টিক বয়ানের দিকে নিয়ে যায়— এটাইতো আমার কাছে মনে হয় তাঁর স্বতন্ত্র দিক।

প্রশ্ন : এক সাক্ষাৎকারে আল মাহমুদ বলেছিলেন, ‘প্রেম, হৃদয়বৃত্তি, আত্মার আকুতি’ নিয়ে তিনি কবিতা লিখেন।
উত্তর : আল মাহমুদের কবিতায় প্রেম বলতে ‘ধ্যানমগ্নতা’ আছে। শরীরী প্রেম, কারো প্রতি অনুরাগ— এই অনুরাগকে তিনি ধ্যানস্থ রূপে হাজির করতে চান। বঙ্গীয় সুফিদের যে প্রেম সাধনা— আত্মা এবং অপর লীন হয়ে যাওয়া— সেই লীন হয়ে যাওয়ার ব্যাপার আছে।

প্রশ্ন : তরুণ কবিদের আল মাহমুদের কবিতা ঠিক কোন জায়গাতে বেশি সাহায্য করতে পারে?
উত্তর : আল মাহমুদের ইতিহাস ও ঐতিহ্যের চেতনাকে তরুণ কবিরা পুনরাবিষ্কার করতে পারে। তাঁর কাছ থেকে গীতলতা গ্রহণ করতে পারে। তবে তরুণ কবি কে, কী উদ্দেশ্যে, কেন আল মাহমুদের কাছে যাবে প্রত্যেকের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি কাজ করবে। প্রত্যেকেই নিজের পছন্দ অনুযায়ী আলাদা আলাদা নির্বাচন করবেন। তাই এককভাবে বলা কঠিন। 

/জেড-এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অসংক্রামক রোগে মরছে ৭০ শতাংশ মানুষ, বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি
অসংক্রামক রোগে মরছে ৭০ শতাংশ মানুষ, বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
আরও তিনটি গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেনীয় সেনারা
আরও তিনটি গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেনীয় সেনারা
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী অস্ট্রিয়া
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী অস্ট্রিয়া
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ