X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

খুবিতে তিন দিনব্যাপী শিক্ষাসমাপনী অনুষ্ঠানের উদ্বোধন

খুলনা প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৭, ১৭:২৯আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৩১

খুবিতে তিন দিনব্যাপী শিক্ষাসমাপনী অনুষ্ঠানের উদ্বোধন সাফল্যের ধারাবাহিকতায় নির্দিষ্ট মেয়াদে শেষ হলো খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আরও একটি ব্যাচের শিক্ষাকোর্স। যারা ২০১৩ সালে ভর্তি হয়েছিল ঠিক চার বছরের নির্দিষ্ট সময়ের মধ্যেই তাদের কোর্স শেষ হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার খুবির ১৩ ব্যাচের শিক্ষার্থীদের তিন দিনব্যাপী শিক্ষা সমাপনী অনুষ্ঠান উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বেলা ১১টায় এ উৎসবের উদ্বোধন করেন। বেলুন ও পায়রা উড়িয়ে শিক্ষা সমাপনী উৎসবের উদ্বোধনের সময় ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. আশীষ কুমার দাস, সহকারী ছাত্রবিষয়ক পরিচালক ও অসংখ্য শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘এ দিনটি শিক্ষার্থীদের জন্য আনন্দের। উৎসবমুখর পরিবেশে শিক্ষাসমাপনী উদযাপনে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। তবে শিক্ষাসমাপনী উৎসব করতে গিয়ে এমন কিছু যেন না ঘটে, যাতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট হয়।’ তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীরাই পারে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করতে। আমরা চাই এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মকাণ্ডে খুলনাবাসী তথা বাংলাদেশের মানুষ তাদের প্রসংশা করুক।’

শিক্ষা সমাপনকারী প্রায় হাজার শিক্ষার্থীর মধ্যে মেয়েরা গোলাপী রং এর শাড়ি পরে এবং ছাত্ররা নির্দিষ্ট গেঞ্জি পরে বাস ও ট্রাকযোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে  শোভাযাত্রা শুরু করে ময়লাপোতা মোড় হয়ে শিববাড়ি মোড়, নতুন রাস্তার মোড়, বয়রা বাসস্ট্যান্ড, সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড, জয়বাংলা মোড় এবং জিরো পয়েন্ট হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে পৌঁছায়। শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে মেতে ওঠে রং উৎসবে। প্রথম দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে বিকেল ৫টায় খুলনা বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান।

শুক্রবার দ্বিতীয় দিন সকাল ৯টা ৩০ মিনিটে খুবির আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আনুষ্ঠানিক অনুষ্ঠান ও স্লাইড শো এবং বিকেল ৪ থেকে রাত ৯ টা পর্যন্ত খুবি মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবার সমাপনী দিন বিকেলে মুক্তমঞ্চে কনসার্ট অনুষ্ঠিত হবে।

 

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোরিওগ্রাফার ইভানের বিরুদ্ধে প্রতিবেদন ২৩ মে
কোরিওগ্রাফার ইভানের বিরুদ্ধে প্রতিবেদন ২৩ মে
শহর থেকে গ্রামে ফেরা মানুষের সংখ্যা দুই বছরে দ্বিগুণ
শহর থেকে গ্রামে ফেরা মানুষের সংখ্যা দুই বছরে দ্বিগুণ
টানা দ্বিতীয় জয়ের খোঁজে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
টানা দ্বিতীয় জয়ের খোঁজে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি