X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

নোবিপ্রবিতে ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস’ পালিত

নোবিপ্রবি প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০১৭, ২০:৩২আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ২০:৩৭

নোবিপ্রবিতে ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস’ পালিত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (২৩ সেপ্টেম্বর) সকালে ক্যাম্পাসে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এতে ফার্মেসি বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। একই দিন বিভাগের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

র‌্যালি শেষে পরে বিশ্ববিদ্যালয়ের হাজী মো. ইদ্রিস অডিটোরিয়ামে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান বক্তৃতা করেন। এ সময় উপাচার্য বলেন,‘নোবিপ্রবি ফার্মেসি বিভাগ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের মধ্যে অন্যতম। এখানকার শিক্ষার্থীরা দেশ ছাড়িয়ে বিদেশেও শিক্ষা এবং গবেষণায় সফল হয়েছে।’ তিনি আরও বলেন, ‘ফার্মেসি পেশার সঙ্গে যেহেতু জীবন-মৃত্যুর বিষয় জড়িত, সেক্ষেত্রে এ বিভাগের শিক্ষার্থীদের নিখুঁত গবেষণায় মনোনিবেশ করতে হবে।’

অনুষ্ঠানে নবীনদের স্বাগত জানিয়ে উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান বলেন, ‘একাডেমিক কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও সমান দক্ষতা দেখাতে হবে।’

সভায় ফামের্সি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে নোবিপ্রবি উপ-উপাচার্য প্রফেসর ড. মো.আবুল হোসেন ও নোয়াখালীর পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ বক্তব্য দেন। ফার্মেসি বিভাগের আয়োজনে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এশিয়া প্যাসিপিক বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ও অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া। 

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাছ কাটা ও লাগানোর বিষয়ে আইন-বিধি চেয়ে আইনি নোটিশ
গাছ কাটা ও লাগানোর বিষয়ে আইন-বিধি চেয়ে আইনি নোটিশ
জোরে সালাম শুনেই ঘাড় ফিরিয়ে উত্তর দেন খালেদা জিয়া
জোরে সালাম শুনেই ঘাড় ফিরিয়ে উত্তর দেন খালেদা জিয়া
বজ্রাঘাতে প্রাণ গেলো ১০ জনের
বজ্রাঘাতে প্রাণ গেলো ১০ জনের
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম