X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

‘ডুব’ নিয়ে ইউল্যাবে ফারুকী

ইউল্যাব প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৭, ২১:৪৮আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ২১:৫৭

‘ডুব’ নিয়ে ইউল্যাবে ফারুকী আগামী ২৭ অক্টোবর দুই বাংলার পর্দায় মুক্তি পাচ্ছে আলোচিত চলচ্চিত্র ‘ডুব’। তাই এর মধ্যে প্রচারণার কাজ সেরে নিচ্ছেন ছবিটির পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। সোমবার (২৩ অক্টোবর) তারই অংশ হিসেবে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) ‘চলচ্চিত্রের শ্রমিক’ শীর্ষক এই অনুষ্ঠানে এসেছিলেন ডুবের পরিচালক ফারুকী। এসময় ডুবের কলাকুশলী ও ডুব চলচ্চিত্রের নায়িকা নুসরাত ইমরোজ তিশা এবং চিরকুট ব্যান্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ফারুকী শিক্ষার্থীদের সঙ্গে ডুব নিয়ে কাজের অভিজ্ঞতা তুলে ধরেন। এসময় ডুব চলচ্চিত্র কতোটা ব্যবসা সফল হবে শিক্ষার্থীদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি ব্যবসা নিয়ে ভাবিনা। ব্যবসায় লাভের টাকার পরিমাণ কতো ডিজিটের হবে সেটা নিয়েও ভাবিনা। টাকা নিয়ে যারা ভাবে তারা কখনও নতুন কিছু করতে পারেনা। আর যারা ভাবে তারা সেফ অ্যান্ড সিকিওর রাস্তায় হাঁটে। আমি বারবার নতুন রাস্তায় হাঁটছি আর এদেশের তরুণরা আমি পাশে পাচ্ছি।’

‘ডুব’ নিয়ে ইউল্যাবে ফারুকী ডুব নিয়ে এতো পাবলিসিটি হওয়ার পরও ক্যাম্পাসে প্রচারণা কেন? এক শিক্ষার্থীর এমন প্রশ্নের জবাবে ফারুকী বলেন,‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ চলচ্চিত্র থেকে আমি ক্যাম্পাসে প্রচারণা শুরু করি। এর কারণ বলতে গেলে আমাকে আগে জানাতে হবে আজকের অবস্থানে নিয়ে এসেছে আসলে কারা?’ তিনি আরও বলেন, ‘তরুণদের সঙ্গে আমার একটা প্রশান্তির জায়গা আছে। সেই জায়গা থেকে ক্যাম্পাসে আসা।’

এরপর চিরকুট ব্যান্ডের সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। ডুব ছবির প্রিমিয়ার শো ২৬ অক্টোবর কলকাতায় অনুষ্ঠিত হবে। কলকাতা প্রিমিয়ারে অংশ নেবেন ইরফান খান, নুসরাত ইমরোজ তিশা, পার্নো মিত্র, মোস্তফা সরয়ার ফারুকী ও ছবির প্রযোজকরা। জানা গেছে, বাংলাদেশ-ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, আমেরিকা, সিঙ্গাপুর, ইতালি ও ফ্রান্সে মুক্তি পাবে ডুব।

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রার্থীর পক্ষে প্রচারণা করায় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসককে শোকজ
প্রার্থীর পক্ষে প্রচারণা করায় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসককে শোকজ
ভৈরবে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে একজন গ্রেফতার
ভৈরবে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে একজন গ্রেফতার
গরু কিনতে যাওয়ার পথে বাবা-ছেলে নিহত
গরু কিনতে যাওয়ার পথে বাবা-ছেলে নিহত
লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী
লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?