X
সোমবার, ০৫ মে ২০২৫
২২ বৈশাখ ১৪৩২

শুকনা পদ্ধতিতে বোরো ধান চাষ উদ্ভাবন

বাকৃবি প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৫২আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৫৬

শুকনা পদ্ধতিতে বোরো ধান চাষ উদ্ভাবন দীর্ঘ গবেষণার পর শুকনা পদ্ধতিতে বোরো ধান চাষের প্রযুক্তি উদ্ভাবন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক। এ পদ্ধতিকে প্রচলিত কাদাকরা জমিতে বোরো ধান চাষের তুলনায় ৫০-৬০ শতাংশ পানি সাশ্রয় হবে বলে জানান গবেষকরা। ফলে কৃষকের বাড়তি ডিজেল ও বিদ্যুৎ খরচ অনেকাংশেই কমে যাবে। এছাড়া দেশের উত্তরাঞ্চালে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ার ফলে বোরো ধান চাষ যে হুমকির সম্মুখীন হয়েছে তাও কাটিয়ে উঠবে। পানি সাশ্রয়ী ‘শুকনা পদ্ধতিতে বোরো ধান চাষ’ এ প্রযুক্তি উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. মশিউর রহমান ও তার গবেষক দল।

বৃহস্পতিবার সকাল ১০টায় কৃষি অনুষদের সম্মেলন কক্ষে আয়োজিত শুকনা পদ্ধতিতে বোরো ধান চাষ বিষয়ক এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা।

সেমিনারে কৃষিতত্ব বিভাগের প্রধান (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আবদুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির সমন্বয়ক অধ্যাপক ড. লুৎফুল হাসান। প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান গবেষক অধ্যাপক ড. মো. মশিউর রহমান।

ড. মশিউর বলেন, এ প্রযুক্তিতে ফেব্রুয়ারির মাঝামাঝিতে বীজ বপন করতে হয়। বীজতলা তৈরিতে কোন পানি প্রয়োজন হয় না। সামান্য অংকুরিত বীজ জো অবস্থায় সরাসরি জমিতে লাইন ধরে বপন করতে হয়। ফেব্রুয়ারিতে বপনের ফলে আমন ধান কাটার পরে সরিষা, আলু বা অন্যান্য রবি শস্য চাষের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়। প্রচলিত কাদা পদ্ধতিতে যেখানে ১৫-৩০ বার সেচ দিতে হয় সেখানে ৪-৮ বার সেচেই এ পদ্ধতিতে ফসল ফলানো যায়। ভূগর্ভস্থ পানি খুব সামান্য উত্তোলন করতে হয় বলে বিদ্যুৎ ও জ্বালানি তেলের খরচ কম হয়। জমিতে পানির পরিমাণ কম থাকায় কাদা পদ্ধতির তুলনায় এ পদ্ধতিতে গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ কম হয়। এ পদ্ধতিতে ধানের জীবনকাল ১৫ দিন কমে যায়। প্রচলিত পদ্ধতির তুলান এ পদ্ধতিতে ধানের ফলন বেশি হবে বলেও জানান তিনি।

এ পদ্ধতি সম্পর্কে অধ্যাপক ড. মো. মশিউর রহমান আরও বলেন, ‘শুকনা পদ্ধতিতে বোরো ধান চাষ’ বর্তমানে একটি পরিপক্ক, লাভজনক ও সময়োপযোগী প্রযুক্তি। পরিবশে বান্ধব এ পদ্ধতিতে বোরো ধান চাষ করলে যেমন লাভবান হবেন কৃষক তেমনি লাভবান হবে সরকার ও দেশ।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেদেনা লিচুর জিআই স্বীকৃতি: রফতানির উদ্যোগ চান দিনাজপুরের কৃষকরা
বেদেনা লিচুর জিআই স্বীকৃতি: রফতানির উদ্যোগ চান দিনাজপুরের কৃষকরা
রাজশাহীতে বনলতা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত
রাজশাহীতে বনলতা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত
চিন্ময় দাসকে আরও চার মামলায় শ্যোন অ্যারেস্টের আবেদন
চিন্ময় দাসকে আরও চার মামলায় শ্যোন অ্যারেস্টের আবেদন
যুক্তরাষ্ট্র বা ইসরায়েল আক্রমণ করলে পাল্টা জবাব দেবে ইরান
যুক্তরাষ্ট্র বা ইসরায়েল আক্রমণ করলে পাল্টা জবাব দেবে ইরান
সর্বাধিক পঠিত
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
এনায়েত উল্লাহর ১৯০টি যানবাহন জব্দ
এনায়েত উল্লাহর ১৯০টি যানবাহন জব্দ
বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজ করলো চীন
বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজ করলো চীন
ইসলামি ব্যাংকগুলো একীভূত করার প্রস্তাব: সমাধান নাকি নতুন সংকট?
ইসলামি ব্যাংকগুলো একীভূত করার প্রস্তাব: সমাধান নাকি নতুন সংকট?
‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ শিকার এশিয়াটিক?
‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ শিকার এশিয়াটিক?