X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

শাবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

শাবি প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৫৪আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০১
image

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালিত হয়েছে। দিবসের কর্মসূচির মধ্যে ছিল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, সেমিনার, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

শাবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ সকাল সাড়ে ৭টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং সকাল ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। পরে তিনি শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

সকাল ১০টায় মিনি অডিটরিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন উপলক্ষে সেমিনার ও আলোচনা সভায় ‘ভাষা আন্দোলন, বাঙালি জাতীয়তাবাদ ও বাংলাদেশ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ফয়সল আহম্মদ। 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, মাতৃভাষার সাথে জাতীয় উন্নয়নের নিবিড় সম্পর্ক রয়েছে। বিশ্বের প্রায় সব উন্নত জাতি তাদের মাতৃভাষায় জ্ঞানার্জন করে এবং সে জ্ঞানকে কাজে লাগিয়ে উন্নতির উচ্চ শিখরে আরোহন করেছে। কারণ মাতৃভাষায় যেকোনো বিষয় সহজে ও ভালো ভাবে  আত্মস্থ করা যায়। আমাদের কাছাকাছি দেশ চীন ও কোরিয়া এর বাস্তব উদাহরণ। শাবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

তিনি অন্য ভাষাকে অবহেলা ও অবজ্ঞা না করার পরামর্শ দিয়ে বলেন, প্রয়োজনে আমরা ইংরেজি শিখব এবং অন্যান্য ভাষা জানব। সব ভাষারই গুরুত্ব রয়েছে। এটাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের শিক্ষা দেয়।

বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস ভাষা শহীদদের স্মরণ করে বলেন, আজকের এই মহান দিনে স্মারণ করছি জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের যাদের ত্যাগ, শ্রম ও নেতৃত্বে আমরা আমাদের মায়ের ভাষায় কথা বলছি। নিহত শহীদ ভাষা সৈনিকদের আত্নার শান্তির জন্য শুধু ভাষা দিবসে আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, সর্বস্তরে এর প্রয়োগ নিশ্চিত করতে হবে।

উপস্থাপিত প্রবন্ধের প্যানেল আলোচক ছিলেন জিইবি বিভাগের অধ্যাপক ড. মো. শামসুল হক প্রধান, ড. জফির উদ্দিন এবং মূল প্রবন্ধ পেশ করেন অধ্যাপক ফয়সল আহম্মদ।

আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলমের সভাপতিত্বে এবং রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে মুক্ত আলোচনায় অংশ নেন অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, অধ্যাপক ড. আবদুল গনি, অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম, অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, শাবিপ্রবিতে গবেষণারত জার্মান শিক্ষার্থী মার্শা ও ফ্রেঞ্চ ভাষা শিক্ষার্থী গোলাম মোস্তফা ফারুক।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অভিষেকে আস্থার প্রতিদান দিয়ে রেকর্ডবুকে তামিম
অভিষেকে আস্থার প্রতিদান দিয়ে রেকর্ডবুকে তামিম
এখনও উদ্ধার হয়নি পুলিশের অস্ত্র, মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ
২৮ অক্টোবর বিএনপির সমাবেশে সহিংসতাএখনও উদ্ধার হয়নি পুলিশের অস্ত্র, মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ
রিকশাচালকদের ছাতা বিতরণ করলেন মেয়র আতিক
রিকশাচালকদের ছাতা বিতরণ করলেন মেয়র আতিক
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা