X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

শেষ হলো কুবির ভর্তি পরীক্ষা

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৪৫আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৫০

শেষ হলো কুবির ভর্তি পরীক্ষা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির সকল ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে শেষ হয় সর্বমোট তিন ইউনিটের ভর্তি পরীক্ষার কার্যক্রম। এর আগে গত শুক্রবার সকাল ১০ টা থেকে ১১টা পর্যন্ত ‘এ’ ইউনিট এবং বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রায় তিনমাস বিলম্বিত ভর্তি পরীক্ষায় এবছর উপস্থিতির সংখ্যা আশঙ্কাজনক হারে কম ছিল। শনিবার মোট ৯টি কেন্দ্রে অনুষ্ঠিত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির সংখ্যা ছিল মাত্র ৪ হাজার ৯ শত ৭২ জন, যা মোট আবেদনকারীর ৪২.০৯ শতাংশ। ‘সি’ ইউনিটে মোট ১১ হাজার ৮১২ শিক্ষার্থী আবেদন করেছিলেন। এর আগে, শুক্রবার অনুষ্ঠিত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির সংখ্যা ছিলো ৩৮.৯২ শতাংশ। একইদিন বিকালে অনুষ্ঠিত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৪২ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষা কমিটির সদস্য-সচিব মো: এমদাদুল হক জানান, ‘সুষ্ঠু ও সুন্দরভাবে, কোথাও কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।’ এছাড়াও উত্তরপত্র যাচাই-বাছাইপূর্বক আগামী ২৬ ফেব্রুয়ারি সোমবারের মধ্যেই (একইসঙ্গে তিন ইউনিট) ফলাফল ঘোষণা করা হবে বলে জানান তিনি।

ভর্তি পরীক্ষা বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী বলেন, ‘সকলের একান্ত সহযোগিতায় নির্বিঘ্নে একটি ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। কোথাও কোনও ধরনের বিশৃঙ্খলা হয়নি। এভাবে সবার সহযোগিতা পেলে আমরা এগিয়ে যাবো অনেক দূর।’

ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.cou.ac.bd থেকে জানা যাবে।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
চাইলেই কি বনের আগুন প্রতিরোধ সম্ভব
চাইলেই কি বনের আগুন প্রতিরোধ সম্ভব
একদিন আগে নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত
একদিন আগে নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত
সরকার বিনিয়োগকারীদের সব সুবিধা নিশ্চিতে বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
সরকার বিনিয়োগকারীদের সব সুবিধা নিশ্চিতে বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা