X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

শাবিতে শিক্ষা দিবস পালিত

শাবি প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪৬আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪৯
image
মহান শিক্ষা দিবস উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এবং জাতীয় ছাত্রদল আলাদাভাবে দিবসটি পালন করেছে।
সোমবার (১৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে জাতীয় ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলা হতে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোলচত্বর সংলগ্ন যাত্রী ছাউনীতে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।  
শাবিতে শিক্ষা দিবস পালিত
সমাবেশে জাতীয় ছাত্রদলের শাবি শাখার সভাপতি রামকৃষ্ণ দাস, সাধারণ সম্পাদক রুপেল চাকমা, সহ-সাধারণ সম্পাদক সৌরভ সংলাপ এবং সাবেক সহ-সাধারণ সম্পাদক মিহির দেবনাথ বক্তব্য প্রদান করেন। এসময় তারা শিক্ষাখাতে বাণিজ্য, ভর্তি পরীক্ষায় ফর্মের মূল্য বৃদ্ধি, ক্রেডিট ফি বৃদ্ধি, পরীক্ষা ফি বৃদ্ধিসহ সকল বিষয়ের প্রতিবাদ জানান।
এছাড়া দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলা থেকে এক বিক্ষোভ মিছিল বের করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।  
সমাবেশে শাবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক প্রসেনজিৎ রুদ্রের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাজিরুল আজম বিশ্বাস আবীর বক্তব্য প্রদান করেন। 
শিক্ষার বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে ছাত্র অধিকার ও গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে ঐক্যবদ্ধ থাকাসহ শাবি ভর্তি পরীক্ষায় ফর্মের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানায় শাবি শাখার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট
সমাবেশে বক্তারা বলেন, যে কারণে শিক্ষা দিবস পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, স্বাধীনতার এত বছর পরেও তা বাস্তবায়ন হয়নি। সরকার বিশ্বব্যাংকের সাথে ইউজিসির ২০ বছর মেয়াদি যে কৌশলপত্র গ্রহণ করেছে তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থাকে ব্যয়বহুল করে তুলছে বলে অভিযোগ করেন তারা।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
পাহাড় ধসে বাঘাইছড়ির সঙ্গে সারা দেশের যান চলাচল বন্ধ
পাহাড় ধসে বাঘাইছড়ির সঙ্গে সারা দেশের যান চলাচল বন্ধ
যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ প্রতিনিধি দলের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন
যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ প্রতিনিধি দলের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন
জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন গৃহীত
জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন গৃহীত
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী