X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

শাবির ভর্তি পরীক্ষা চলছে

শাবি প্রতিনিধি
১৩ অক্টোবর ২০১৮, ২২:০২আপডেট : ১৩ অক্টোবর ২০১৮, ২২:১৫

শাবির ভর্তি পরীক্ষা চলছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলছে। শনিবার সকাল সাড়ে ৯টায় শাবিসহ সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 'এ' ইউনিটের পরীক্ষা এবং দুপুর আড়াইটায় 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 'এ' ইউনিটে বিশ্ববিদ্যালয়ের ৮টি সহ মোট ৩৫ টি কেন্দ্রে ও 'বি' ইউনিটে মোট ৫৩ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এ বছর বিশ্ববিদ্যালয়ে দুইটি ইউনিটে মোট ১৭০৩টি আসনের বিপরীতে ৭৬ হাজার ১৮২জন শিক্ষার্থী আবেদন করেছে। প্রতি আসনের বিপরীতে ৪৫ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করছে। ‘এ’ ইউনিটে ৬১৩ আসনের বিপরীতে ২৮ হাজার ৮৫১ জন শিক্ষার্থী এবং ‘বি’ ইউনিটে ৯৯০টি আসনের বিপরীতে  ৪৭ হাজার ৩৩১জন শিক্ষার্থী আবেদন করেছে। এবার ২৮টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করানো হবে। তার মধ্যে 'এ' ইউনিটের অধীনে ৯টি এবং 'বি' ইউনিটের অধীনে ১৯টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করানো হবে। এছাড়া ইউনিটভুক্ত আসন ছাড়াও সংরক্ষিত আসনে সর্বমোট ১০০ জন শিক্ষার্থী (মুক্তিযোদ্ধার সন্তান কোটায় ২৮ জন, ক্ষুদ্র নৃগোষ্ঠী/জাতিসত্ত্বা/হরিজন-দলিত কোটায় ২৮, প্রতিবন্ধী কোটায় ১৪, চা শ্রমিক কোটায় ৪, বিকেএসপি কোটায় ৬ ও পোষ্য কোটায় ২০) বিভিন্ন বিভাগে ভর্তি করানো হবে।

ভর্তি কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ জানান, ভর্তি পরীক্ষা উপলক্ষে কঠোর অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত কয়েকদিন ধরে ভর্তি জালিয়াতে ঠেকাতে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন কর্তৃপক্ষ।

ভর্তি পরীক্ষার সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় শৃঙ্খলা কমিটির প্রধান অধ্যাপক রাশেদ তালুকদার জানান, পরীক্ষার্থীদের আগমন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ভেতর বিভিন্ন রাজনৈতিক, আঞ্চলিকসহ অন্যান্য সংগঠনের সব ধরনের মিছিল, সমাবেশ, শোভাযাত্রা, ব্যানার ও টেন্ট নির্মাণ নিষিদ্ধ করা হয়েছে।

ইতোমধ্যে সকালের পরীক্ষাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন।

পরীক্ষার সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এছাড়া উপস্থিতি সন্তোষজনক রয়েছে বলে জানান তিনি।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
পিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চ্যাম্পিয়নস লিগপিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার