X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ফি বাড়ানোর প্রতিবাদে ইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ইবি প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৮, ১৬:৪৬আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ১৬:৪৯
image

নামে বেনামে খাত তৈরি করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন ফিস বাড়ানো প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। প্রশাসনিক ভবনের সামনে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

ফি বাড়ানোর প্রতিবাদে ইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারী সূত্রে জানা যায়, শিক্ষার্থীরা এবারের ভর্তি ফরমের মূল্য তিনগুণ বৃদ্ধি, গতবার থেকে ভর্তি ফি বাড়ানো, হল বাবদ ফি বাড়ানো, সেমিস্টার পরীক্ষায় ফি বৃদ্ধি এবং পরিবহন খাতসহ বিভিন্ন খাতে ফি বাড়ানোর প্রতিবাদে এ মানববন্ধনে মিলিত হয়। এ সময় তাদের হাতে প্রতিবাদ সম্বলিত বিভিন্ন ফেস্টুন দেখা যায়। ফেস্টুনে ‘ইবি কি পাবলিক না প্রাইভেট বিশ^বিদ্যালয়? অতিরিক্ত ভর্তি ফি কমাতে হবে, অতিরিক্ত ফরমের মূল্য বৃদ্ধি চলবে না, শিক্ষা নিয়ে বাণিজ্য বন্ধ করো চলবে না’ লেখা দেখা যায়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, অবিলম্বে ভর্তি ফিসহ বিভিন্ন খাতে ফি বৃদ্ধি কমাতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। এ সময় শিক্ষার্থীরা সকল ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় এবং আগামীকাল একই সময়ে আবার মানববন্ধনের ঘোষণা দেয়।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্বতা পোষণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। আন্দোলনের একপর্যায়ে ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন ও সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম ঘটনাস্থলে এসে তাদের সাথে একাত্বতা পোষণ করেন এবং আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। 

এ বিষয়ে সহকারী প্রক্টর সহকারী আনিছুর রহমান বলেন, ‘আমি ঘটনাস্থলে পৌঁছে দেখি শিক্ষার্থীরা চলে যাচ্ছে। তবে তাদের আন্দোলনের বিষয়বস্তু সম্পর্কে আমার পরিষ্কার ধারণা নেই।’

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
নিজ বুদ্ধিমত্তায় যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
নিজ বুদ্ধিমত্তায় যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
 ‘রান আপের গতি আর হ্যান্ড সুইংয়ে বদল এনেই সাফল্য পাচ্ছি’
 ‘রান আপের গতি আর হ্যান্ড সুইংয়ে বদল এনেই সাফল্য পাচ্ছি’
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?