X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় শাবির সাবেক শিক্ষার্থী নিহতের ঘটনায় মানববন্ধন

শাবি প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:২০আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩৫
image

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) রসায়ন বিভাগের ২০০৩-০৪ সেশনের সাবেক শিক্ষার্থী ও ৩৩তম বিসিএসে শিক্ষা ক্যাডার প্রভাষক মিলু রানী মণ্ডলের সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে শাবির শিক্ষক-শিক্ষার্থীরা। মানববন্ধনে তারা ঘাতক চালকের বিচার ও মিলুর দেড় বছরের ছেলের জন্য রাষ্ট্রীয় সহায়তায় দাবি জানান।

সড়ক দুর্ঘটনায় শাবির সাবেক শিক্ষার্থী নিহতের ঘটনায় মানববন্ধন
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে শাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে রসায়ন বিভাগের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে শাবির রসায়ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ছাড়ার অন্যান্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধন শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি শোক র‍্যালি বের হয়। এসময় সবার হাতে ‘দাবি মোদের একটাই, ঘাতক চালকের বিচার চাই’, ‘আর কত মিলুর প্রাণ এভাবে সড়কে বিলিয়ে দিতে হবে’ স্লোগান সংবলিত পোস্টার দেখা যায়। শোক র‍্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিক্ষা ভবন 'বি' এর সামনে এসে শেষ হয়।
সড়কে ঝরে পড়া শাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর মৃত্যুর জন্য দায়ী ঘাতক চালকের বিচার দাবি করে মানববন্ধন ও র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আশরাফুল আলম বলেন, ‘পিতার কাছে যেমন সন্তানের লাশ ভারী, তেমনি শিক্ষকের কাছে তার শিক্ষার্থীর লাশও অনেক ভারী। আমরা আর কখনও মিলুকে ফিরে পাবো না। কিন্তু আমাদের মাঝ থেকে এভাবে আর কোনও মিলুকে যেন হারাতে না হয়। মিলুর দেড় বছরের একটি শিশু আছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবো তার ছোট্ট বাচ্চার জন্য রাষ্ট্রীয়ভাবে কোনও ব্যবস্থা নেওয়া হোক।’
এসময় মানববন্ধনে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. এস. এম. সাইফুল ইসলাম, অধ্যাপক ড. মো. আবুল হাসনাত, অধ্যাপক ড. আহমেদ জালাল ফরিদ আস সামেদ, অধ্যাপক ড. রোকসানা বেগম, অধ্যাপক ড. মো. জলিল রহমানসহ আরও অনেকে।
উল্লেখ্য, সড়ক দুর্ঘটনায় নিহত মিলু রানী মণ্ডল মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের রসায়ন বিভাগের প্রভাষক ছিলেন। গত বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) ঢাকা থেকে কলেজে যাওয়ার পথে সাভারের নবীনগরে দুই বাসের প্রতিযোগিতায় পড়ে ঘটনাস্থলেই দুই পা বিচ্ছিন্ন হয়ে যায় তার। সেখান থেকে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করানো হলেগত সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার না করতে এমপি-মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর
উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার না করতে এমপি-মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর
১০ বাংলাদেশিকে সীমান্ত এলাকা থেকে মিয়ানমারে অপহরণ
১০ বাংলাদেশিকে সীমান্ত এলাকা থেকে মিয়ানমারে অপহরণ
তিন মামলায় মিল্টনের বিরুদ্ধে যত অভিযোগ
তিন মামলায় মিল্টনের বিরুদ্ধে যত অভিযোগ
ভারতের ভোটে বিজেপির পক্ষে কি ‘৪০০ পেরোনো’ আদৌ সম্ভব?  
ভারতের ভোটে বিজেপির পক্ষে কি ‘৪০০ পেরোনো’ আদৌ সম্ভব?  
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা