X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

শাকসু নির্বাচনের দাবিতে শাবিতে তথ্যচিত্র প্রদর্শনী

শাবি প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:১৮আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩১
image

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (শাকসু) নির্বাচনের দাবি নিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শাবি শাখার উদ্যোগে স্বৈরাচার বিরোধী ছাত্র প্রতিরোধ দিবসে দিনব্যাপী তথ্যচিত্র প্রদর্শনী কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই তথ্যচিত্র প্রদর্শনী করা হয়। এতে সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন।

শাকসু নির্বাচনের দাবিতে শাবিতে তথ্যচিত্র প্রদর্শনী

ছাত্রফ্রন্টের আহ্বায়ক প্রসেনজিৎ রুদ্র ও সাধারণ সম্পাদক নাযিরুল আজম বিশ্বাস এক যুক্ত বিবৃতিতে বলেন, '১৯৮৩ সালে মজিদ খান শিক্ষানীতির বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে এদেশের ছাত্ররা যে শিক্ষাব্যবস্থার দাবিতে প্রাণ দিয়েছিল, তা আজও পূরণ হয়নি। বরং সে সময়ের স্বৈরাচার এরশাদ ও তার নিষিদ্ধ সংগঠনকে তথাকথিত গণতান্ত্রিক দলগুলোকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছে এবং সরকারগুলোও স্বৈরাচারী ও ফ্যাসিবাদী আচরণ তীব্রতর করেছে।'


তিনি আরও বলেন, তাদের ফ্যাসিবাদী শাসন অব্যাহত রাখার জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকারের কেন্দ্রবিন্দু ছাত্র সংসদকে অচল করে রাখা হয়েছে। যার উদ্দেশ্যে শিক্ষাকে ক্রমাগত বাণিজ্যিকীকরণ ও বেসরকারিকরণ করা এবং সে লক্ষ্যে পিপিপি-হেকেপ নামে নানা কৌশলপত্র ও চুক্তি বাস্তবায়ন করা। এই উদ্দেশ্য ৯০ এর  স্বৈরাচার  শাসনের বিরুদ্ধে গড়ে ওঠা ‘সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ’ এর মূল দাবির পরিপন্থী।

বক্তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে সংগঠনগুলোর সহাবস্থান, মত প্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকার চর্চা নিশ্চিত করে একটি উন্নত রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিবেশ নির্মাণ করতে শাকসু এর বিকল্প নেই। বক্তারা প্রশাসনের প্রতি অবিলম্বে নির্বাচন দিয়ে শাকসু সচলের আহ্বান জানান এবং স্বৈরাচার বিরোধী চেতনা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সর্বজনীন, বিজ্ঞানভিত্তিক, সেক্যুলার একই পদ্ধতির গণতান্ত্রিক শিক্ষার দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কলকাতায় নামতেই পারলো না কেকেআরের বিমান!
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কলকাতায় নামতেই পারলো না কেকেআরের বিমান!
রাজধানীতে মাদকদ্রব্যসহ একদিনে গ্রেফতার ২৪
রাজধানীতে মাদকদ্রব্যসহ একদিনে গ্রেফতার ২৪
উপজেলা নির্বাচনে প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
উপজেলা নির্বাচনে প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ ভবন ধস, আটকা পড়েছে অনেকে
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ ভবন ধস, আটকা পড়েছে অনেকে
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি