X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর কাছে জবির নতুন ক্যাম্পাসের নকশা উপস্থাপন

জবি প্রতিনিধি
২৪ মার্চ ২০১৯, ২০:৪৮আপডেট : ২৪ মার্চ ২০১৯, ২০:৫০

প্রধানমন্ত্রীর কাছে জবির নতুন ক্যাম্পাসের নকশা উপস্থাপন জগন্নাথ বিশ্ববিদ্যালযের (জ‌বি) নতুন ক্যাম্পাস নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করছেন জবি উপাচার্য অধ্যাপক ড.মিজানুর রহমান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন ক্যাম্পাসের নকশা উপস্থাপন করা হয়েছে।

রবিবার (২৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস এবং বিশ্ববিদ্যালয়ের পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এর নকশার ওপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থাপনা মনোযোগ সহকারে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন। জলাধার, খেলার মাঠ, বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থাসহ সুন্দর পরিবেশ নিশ্চিত করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী পরিবেশের প্রতি লক্ষ্য রেখে স্থাপনা নির্মাণের নির্দেশনা দেন।

এ সময় অন্যান্যের মধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ড. আহমদ কায়কাউস, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম প্রমুখ উপস্থিত ছিলেন বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ক্যাম্পাসের জায়গা অধিগ্রহণের কাজ শেষ হয়েছে, এখন অর্থ পরিশোধ করা হবে। এবং নকশা প্রণয়ণের বিষয়ে প্রধানমন্ত্রী তার পরামর্শ দিয়েছেন।  তিনি বলেছেন, খোলা জায়গা থাকতে হবে, মাঠ থাকতে হবে, নান্দনিক হতে হবে এবং অবশ্যই পরিবেশবান্ধব হতে হবে। এসময় সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলো, তিনি সকলকে প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।

 

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শেখ হাসিনা কেবল দেশের উন্নয়ন করেননি, জাতিকে কলঙ্কমুক্তও করেছেন’
‘শেখ হাসিনা কেবল দেশের উন্নয়ন করেননি, জাতিকে কলঙ্কমুক্তও করেছেন’
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত বেড়ে প্রায় সাড়ে ৩৪ হাজার
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত বেড়ে প্রায় সাড়ে ৩৪ হাজার
যাত্রাবাড়ীতে চাঁদা আদায়ের সময় গ্রেফতার ১৫
যাত্রাবাড়ীতে চাঁদা আদায়ের সময় গ্রেফতার ১৫
‘কালি ও কলম’ সাহিত্য পুরস্কার পেলেন চার তরুণ
‘কালি ও কলম’ সাহিত্য পুরস্কার পেলেন চার তরুণ
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে