X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

১৫ দফা দাবি নিয়ে কুবি ছাত্রলীগের স্মারকলিপি

কুবি প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪৮আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫০

১৫ দফা দাবি নিয়ে কুবি ছাত্রলীগের স্মারকলিপি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীকে স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রলীগ। রবিবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ১৫ দফা দাবি বিশিষ্ট এ স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে উল্লেখিত দাবিসমূহ হলো- সন্ধ্যায় শহর থেকে বাসে ক্যাম্পাসে আসার সময় শিক্ষার্থীদের অসহনীয় ভোগান্তি লাঘবে সান্ধ্যকালীন বাস বৃদ্ধি করা, আবাসিক হলগুলাতে নিম্নমানের খাবার পরিহার করে স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করার লক্ষ্যে ভর্তুকি প্রদান, বিদ্যমান নিম্নমানের রাউটার ও নিম্নগতির ইন্টারনেট সংযোগ পরিহার করে উচ্চমানের রাউটার ও উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট সংযোগ প্রতিস্থাপন করা, ফিটনেসবিহীন বিআরটিসি বাস অতিদ্রুত পরিহার করে ফিটনেস সম্পন্ন ও মানসম্মত বাস প্রদান করা, চালক সংকট দূর করতে অতিদ্রুত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে প্রয়োজনীয় সংখ্যক চালক পদ অনুমোদন নিয়ে নিয়াগের ব্যবস্থা করা, চলমান ভয়াবহ বাস সংকট দূরীকরণে নতুন অনুমাদিত প্রকল্পের আওতাধীন ৫টি নতুন বাস দ্রুত সময়ে মধ্যে ক্রয় করা।

স্মারকলিপিতে আরও বলা হয়, আসন্ন সমাবর্তন ব্যাচভিত্তিক নির্ধারণ না করে ফলভিত্তিক নির্ধারণ করার পাশাপাশি অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে সামঞ্জস্য রেখে প্রস্তাবিত সমাবর্তন রেজিস্ট্রেশন ফি কমাতে হবে, আবাসিক হল এবং অ্যাকাডেমিক ভবনের ব্যবহারের অনুপযোগী ওয়াশরুমগুলা ব্যবহার উপযাগী করতে হবে; শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সকল শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য বীমার পদক্ষেপ নেয়া, দরিদ্র শিক্ষার্থীদের দুরারোগ্য ব্যাধির চিকিৎসা ব্যয় বহনের লক্ষ্যে ছাত্র কল্যাণ ফান্ড গঠন ও দ্রুত সময়ে কার্যকর করতে হবে, বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিকিৎসা সেবা-পরিধি বৃদ্ধি এবং প্রয়োজনীয় ঔষধ, ইনজেকশন, অ্যান্টিভেনম নিশ্চিত করার লক্ষ্যে মেডিকেলের জন্য বরাদ্দ বৃদ্ধি করতে হবে, অ্যাকাডেমিক ভবনগুলোতে ছাত্রীদের জন্য কমনরুম নিশ্চিত করতে হবে, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে ছাত্রীদের জন্য নামাজ রুমের ব্যবস্থা করতে হবে, শিক্ষার্থীদের ভয়াবহ আবাসন সংকট দূরীকরণের লক্ষ্যে দীর্ঘ চার বছর ধরে নিমার্ণাধীন শেখ হাসিনা হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সম্প্রসারিত অংশের কাজ আগামী দুই মাসের মধ্যে সম্পন্ন করতে হবে, ইঞ্জিনিয়ারিং অনুষদে শ্রেণি-সংকট দূরীকরণে সাড়ে তিন বছর ধরে নির্মাণাধীন ইঞ্জিনিয়ারিং অনুষদ ভবনের কাজ আগামী দুই মাসের মধ্যে সম্পন্ন করতে হবে এবং বিশুদ্ধ পানি নিশ্চিত করার লক্ষ্যে বঙ্গবন্ধু হল ও কাজী নজরুল ইসলাম হলে পানি বিশুদ্ধকরণ ফিল্টারন স্থাপন করতে হবে।

স্মারকলিপি জমা দেওয়ার সময় অন্যান্য নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সহসভাপতি শিমুল, শাখা ছাত্রলীগ নেত্রী ইসরাত জাহান জেরিন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাধারণ সম্পাদক হানিফ ওয়াহিদ, ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখার সভাপতি সৌরভ, সাধারণ সম্পাদক রাফিউল আলম দীপ্ত, কাজী নজরুল ইসলাম হল শাখার সভাপতি ইমরান প্রমুখ।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
বাংলাদেশে সামাজিক বিমা প্রবর্তনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে: মন্ত্রিপরিষদ সচিব
বাংলাদেশে সামাজিক বিমা প্রবর্তনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে: মন্ত্রিপরিষদ সচিব
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড