X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

রাবির চারুকলার ৪০ বছরপূর্তি উৎসব

রাবি প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০১৯, ১৮:১৪আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ১৮:২২

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে শুরু হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের ৪০ বছর পূর্তি উৎসব। শুক্রবার (২০ ডিসেম্বর) বেলা ১১টায় চারুকলার মঞ্চে শিক্ষার্থীদের সমবেত সংগীত ও নৃত্য পরিবেশনের মাধ্যমে উৎসবের সূচনা হয়। পরে দুপুর সাড়ে ১২টায়  দুই দিনব্যাপী উৎসবের উদ্বোধন ঘোষণা করেন উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।

রাবির চারুকলার ৪০ বছরপূর্তি উৎসব
হাসান আজিজুল হক বলেন, ‘ইতিহাস লেখা হয় না। ইতিহাস লিখতে গেলে বিকৃত হওয়ার সম্ভাবনা বেশি। হুবহু তুলে ধরা সম্ভব হয় না। তাই ইতিহাস রচনা করা হয়। আমি, কামাল লোহানীসহ আরও কিছু ব্যক্তি প্রথম থেকেই চারুকলার সঙ্গে যুক্ত। শুরুর দিকে কোথাও বসার জায়গা ছিল না। তখন আর্টস বিল্ডিংয়ে আমার কক্ষে ১০-১২ ছাত্র বসে ক্লাস করত। এখানে অল্প সময়ে সেই ইতিহাস তুলে ধরা সম্ভব নয়।’
অনুষ্ঠানে চারুকলা অনুষদের অধিকর্তা অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর তালুকদারের সভাপতিত্বে মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের শিক্ষক একে মো. ময়নুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য দেন। এ সময় রাজশাহী চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক তরুণ ঘোষ, প্রতিষ্ঠাতা সম্পাদক এমএ কাইয়ূম, বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও চৌধুরী মো. জাকারিয়া আসন, অনুষদের তিনটি বিভাগের সভাপতি অধ্যাপক সুশান্ত কুমার অধিকারী, সভাপতি অধ্যাপক ফজলুল করিম, অধ্যাপক এসএম জাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
দুপুরে চারুকলা অনুষদ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এরপর চারুকলা চত্বরে প্রাক্তন শিক্ষক, প্রতিষ্ঠাকালীন সংগঠক ও শিল্পী-সাহিত্যিকেরা স্মৃতিচারণ করেন। বিকেলে সাবেক-বর্তমান শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাউল গানের আয়োজন করা হয়। আগামীকাল শনিবার সকালে জাদু প্রদর্শনী, বৃন্দ উপস্থাপন, বর্তমান শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকেলে বাউল গানের মাধ্যমে দুই দিনব্যাপী উৎসব শেষ হবে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই