X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

র‍্যাগিংয়ে জড়িত থাকলেই কঠোর শাস্তি

বশেমুরবিপ্রবি প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২০, ১৭:৩৪আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ১৭:৩৬

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) র‌্যাগিং করলে বা র‌্যাগিং এ প্ররোচিত করলে  শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান সাক্ষরিত বিজ্ঞপ্তিটিতে বলা হয়, ‘এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতির পিতার নামাঙ্কিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং সম্পূর্ণ নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। র‍্যাগিং স্বাভাবিক শিক্ষার পরিবেশ বিঘ্নিত ও শিক্ষার্থীদের মানসিক সমস্যার সৃষ্টি করে। অত্র বিশ্ববিদ্যালয়ে কোথাও কোনও র‍্যাগিং করা যাবেনা। কেউ র‍্যার্গিং করলে বা র‍্যাগিং করতে প্ররোচিত করলে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান জানান, ‘বিশ্ববিদ্যালয়ে সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীরা যাতে একটি সুন্দর শিক্ষার পরিবেশ পায় এবং কোনও ধরনের নির্যাতনের শিকার না হয় সেটি নিশ্চিত করতেই এই বিজ্ঞপ্তি প্রদান করা হয়েছে।’

তবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নানা ঘোষণা আগে থেকে থাকলেও র‍্যাগিং বন্ধ হয়নি। নবাগত শিক্ষার্থীদেরকে আচরণ শিক্ষা দেওয়া কিংবা পরিচিত হওয়ার নামে নির্যাতন করছে দ্বিতীয়বর্ষের শিক্ষার্থীরা- ইতোমধ্যে এমন অভিযোগ পাওয়া গেছে।

চলতি মাসের  ২ তারিখ থেকে নতুন শিক্ষার্থীদের ক্লাস শুরু হলে নানাভাবে এই মানসিক চাপের মুখে পড়তে হয়েছে তাদেরকে। ভীতির কারণে নাম প্রকাশে অনিচ্ছুক ১৯-২০ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী জানান, ‘ যদি র‍্যাগিংয়ের কথা কাউকে জানাই তবে বিভাগের অনুষ্ঠানসহ সকল প্রকার কার্যক্রম থেকে আমাকে বাইরে রাখা হবে বলে হুমকি দিয়েছেন দ্বিতীয়বর্ষের শিক্ষার্থীরা।’

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী