X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

রাবিতে ইসলামের ইতিহাস বিভাগের সম্মেলন শুরু

রাবি প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২০, ২২:৪৪আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ২২:৪৯

রাবিতে ইসলামের ইতিহাস বিভাগের সম্মেলন শুরু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে তৃতীয় দ্বি-বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ অ্যাকাডেমিক ভবনের  সামনে দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা।

সম্মেলন উপলক্ষে আয়োজিত র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে শেষ হয়। এরপর মিলনায়তনে সম্মেলনের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য চৌধুরী মো. জাকারিয়া বলেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ বিশ্ববিদ্যালয়ের একটি অন্যতম পথিকৃত বিভাগ। গত ছয় দশকের বেশি সময় ধরে এ বিভাগ সংশ্লিষ্ট পঠন ও পাঠনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিভাগের প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীরা নিজ নিজ কর্মে সফলতার পাশাপাশি অনেক জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। আগামীতেও এই ধারা অব্যাহত রাখবে। তাদের কৃতিত্বে দেশ ও জাতির উত্তোরোত্তর সমৃদ্ধি বয়ে আনবে।

সভায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক এম.এ বারীর সভাপতিত্বে উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, সমাজের সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে যুব সমাজকে রুখে দাঁড়াতে হবে। বর্তমান প্রজন্মকে ধ্যান-জ্ঞান, প্রতিষ্ঠানিক শিক্ষাকে কাজে লাগিয়ে দেশ ও জাতির উন্নয়নে অ্যালামনাইদের কাজ করতে হবে। তবেই দেশের এসডিজিএস যে লক্ষ্যমাত্রা তা বাস্তবায়ন করা সম্ভব হবে।

বিভাগের অধ্যাপক মাহফুজুর রহমান আকন্দ ও সহযোগী অধ্যাপক আশিয়ারা খাতুনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এ.কে.এম মোস্তাফিজুর রহমান আল আরিফ, কলা অনুষদের অধিকর্তা ও বিভাগের সভাপতি অধ্যাপক ড. এম ফজলুর রহমান, ইমেরিটাস অধ্যাপক ড এ.কে.এম ইয়াকুব আলী, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানসহ বিভাগের শিক্ষক ও সাবেক-বর্তমান শিক্ষার্থীরা।

পরে বিকেল ৪টা থেকে বিভাগের উন্নয়ন নিয়ে অ্যালামনাইদের মত বিনিময় সভা অনুষ্ঠিত। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রথমদিনের আনুষ্ঠানিকতা শেষ হয়। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে স্মৃতিচারণ ও বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী সম্মেলনের পরিসমাপ্তি ঘটবে।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!