X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

কুবিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

কুবি প্রতিনিধি
১৭ মার্চ ২০২০, ১৭:৪০আপডেট : ১৭ মার্চ ২০২০, ১৭:৪৫
image

করোনা ভাইরাসের ফলে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন সীমিত করার প্রভাব একটু যেন বেশিই পড়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। প্রতি বছরের উদযাপনরীতির বাইরে তেমন কোনও কার্যক্রমই ছিল না কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। ন্যুনতম আলোকসজ্জার আয়োজনও করা হয়নি বিশ্ববিদ্যালয়টিতে। মুজিববর্ষের র‍্যালিতে ছিল না কোনও ব্যানারও।

কুবিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে প্রশাসনের প্রস্তুতি থাকলেও স্বাস্থ্যঝুঁকি এড়াতে এই আয়োজন সীমিত করা হয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আশপাশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি ভবনে আলোকসজ্জা থাকলেও ছিল না কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ ১৭ মার্চ বিশ্ববিদ্যালয়ে র‍্যালি ও বাদ যোহর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
সকাল ১১টা ৫ মিনিটে র‍্যালি শেষে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। এরপর বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোকাদ্দেস-উল-ইসলামের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী বলেন, ‘১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিুবর রহমান। কালক্রমে তার হাত ধরেই বিশ্ব মানচিত্রে নতুন দেশ হিসেবে স্থান করে নেয় বাংলাদেশ।’ তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু এমন এক মানুষ ছিলেন যিনি বন্ধুর জন্য জেলে গিয়েছিলেন, জীবনের প্রত্যেকটা সময় তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। বঙ্গবন্ধু একদিনে তৈরি হননি, তিলে তিলে তৈরি হয়েছেন।’
সংক্ষিপ্ত আলোচনা শেষে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের সূচনা করেন উপাচার্য। এসময় মাননীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. আবু তাহের, ছাত্র-শিক্ষক,কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
প্রতীক বরাদ্দের আগেই পোস্টার ও প্রচারণা
প্রতীক বরাদ্দের আগেই পোস্টার ও প্রচারণা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা