X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

খুবিতে ১৪ কোটি টাকা ব্যয়ে আইইআর ভবন নির্মাণ কাজের সূচনা

খুবি প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২০, ২৩:২৩আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ০১:১৮

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) প্রায় ১৪ কোটি টাকা ব্যয় সাপেক্ষে ‘রবীন্দ্রনাথ ঠাকুর ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইইআর)’ ভবন নির্মাণ কাজের সূচনা করা হয়েছে। ভবনটি নির্মাণের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান এমসিএএল অ্যান্ড টিবিইএএল (জেভি) কে দায়িত্ব দেওয়া হয়েছে। 

খুবিতে ১৪ কোটি টাকা ব্যয়ে আইইআর ভবন নির্মাণ কাজের সূচনা

বুধবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান আনুষ্ঠানিকভাবে ফলক স্থাপনের মাধ্যমে এই নির্মাণ কাজের সূচনা করেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দক্ষিণ-পশ্চিম অংশে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের সন্নিকটে ভবনটি নির্মাণ করা হবে। ১৩ কোটি ৮৬ লাখ টাকা ব্যয় সাপেক্ষে ৭ তলা বিশিষ্ট আইইআর ভবনটির মোট আয়তন হবে ২ হাজার ৯২১ বর্গমিটার। ভবনটির নির্মাণ কাজ ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। পরে এ উপলক্ষে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খান গোলাম কুদ্দুস, ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. ইফতেখার শামস, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর শরীফ হাসান লিমন, প্রফেসর ড. নাজমুল আহসান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার, প্রধান প্রকৌশলী সিরাজুম মুনির, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে আবুল কালাম আজাদ এবং শাহ আলমসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছে অস্ট্রেলিয়া
টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছে অস্ট্রেলিয়া
গাজায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলো ইসরায়েল
গাজায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলো ইসরায়েল
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ