X
রবিবার, ২৬ মে ২০২৪
১২ জ্যৈষ্ঠ ১৪৩১

১৫ ডিসেম্বরের মধ্যে শাবির ক্লাস সমাপ্তির নির্দেশ, টার্ম টেস্ট অনলাইনেই

শাবি প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২০, ১৭:৫১আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ১৭:৫৩

আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে অসমাপ্ত দুই সেমিস্টারের ক্লাস ও টার্মটেস্ট পরীক্ষা শেষ করার সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি কোর্স শিক্ষককেও নিজ উদ্যোগে টার্ম টেস্ট পরীক্ষা অনলাইনে নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি)
গতকাল রবিবার (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ১৬১ তম একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
উপাচার্য বলেন, ‘আমরা যাতে সেশনজটে না পড়ি, সেজন্য অনেক আগে থেকেই অনলাইনে ক্লাস শুরু করেছিলাম। আমাদের চলতি বছরের দুই সেমিস্টারের ক্লাস প্রায় শেষের দিকে। পরীক্ষার নম্বরের একটা অংশ টার্মটেস্ট, অ্যাসাইনমেন্ট ও ক্লাসে উপস্থিতির উপর নির্ভর করে। অপর অংশ সেমিস্টার ফাইনাল পরীক্ষা। আমরা নিজেদেরকে এগিয়ে রাখতে অনলাইনে টার্মটেস্ট পরীক্ষাও সম্পন্ন রাখার সিদ্ধান্ত নিয়েছি।’
টার্ম টেস্ট পরীক্ষার বিষয়ে উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীদের সমস্যার কথা বিবেচনা করে সংশ্লিষ্ট কোর্স শিক্ষকের উপর টার্ম টেস্ট পরীক্ষার বিষয় ছেড়ে দিয়েছি। কোর্স শিক্ষক চাইলে টার্ম টেস্ট, অ্যাসাইনমেন্ট, কুইজ কিংবা ভাইবা পরীক্ষা নেওয়ার মাধ্যমে কোর্স শেষ করতে পারবেন। এছাড়া কোনও শিক্ষার্থীর  সমস্যা থাকলে তা সংশ্লিষ্ট কোর্স শিক্ষকের সাথে কথা বলেও সমাধান করতে পারবেন।’
সেমিস্টার ফাইনাল পরীক্ষা আয়োজনের বিষয়ে উপাচার্য বলেন, ‘সেমিস্টার ফাইনাল পরীক্ষা আমরা নিজেদের মতো করে দেখবো। এখনো এ বিষয়ে কোনও সিদ্ধান্ত হয় নি। পরীক্ষা নেওয়ার বিষয়ে আমরা ‘এ২আই’ প্রকল্পের আওতায় একটা প্ল্যাটফর্ম পেয়েছি। সেটা নিয়ে কাজ চলছে। তবে আরও ভালো প্ল্যাটফর্ম পেলে আমরা তা নিয়ে কাজ করবো।’  
ল্যাব কোর্স নিয়ে জিজ্ঞাসা করলে উপাচার্য জানান, ‘ল্যাব কোর্স অনেকটা হাতে কলমে শিক্ষা দিতে হয়। এ কারণে অনলাইনে ল্যাব কোর্সগুলো চালানো সম্ভব হচ্ছে না। তবে আমরা এগুলো নিয়ে কাজ করছি। শীঘ্রই ল্যাব কোর্স ও ল্যাব পরীক্ষা নিতে আমরা পদক্ষেপ নেবো।’
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুসারে গত ১৯ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক বিভাগে নতুন সেমিস্টারের ক্লাস শুরু হয়। যা অক্টোবর মাসের মধ্যে শেষ করার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুসারে ক্লাস চলছে সকল বিভাগে।
এর আগে করোনা ভাইরাস সংক্রমণের কারণে গত ১৮ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে এপ্রিল মাসে অসমাপ্ত সেমিস্টারের ক্লাস অনলাইনে শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তবে অনলাইনে অসমাপ্ত সেমিস্টার ও চলমান সেমিস্টার শেষ হলেও টার্ম টেস্ট, অ্যাসাইনমেন্ট, সেমিস্টার ফাইনালসহ কোনও ধরনের পরীক্ষায় হয়নি। এ নিয়ে শঙ্কায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ শঙ্কার অবসান ঘটিয়ে অনলাইনে টার্ম টেস্ট নেওয়া সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভিকারুননিসার ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের রায় স্থগিতের আবেদন
ভিকারুননিসার ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের রায় স্থগিতের আবেদন
উপকূলের আরও কাছে রিমাল, গতিবেগ ঘণ্টায় ১২০ কিমি
উপকূলের আরও কাছে রিমাল, গতিবেগ ঘণ্টায় ১২০ কিমি
৯ নম্বর মহাবিপদ সংকেত: চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ
৯ নম্বর মহাবিপদ সংকেত: চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ
ভারী বৃষ্টিতে ভূমিধসের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত
ঘূর্ণিঝড় রিমালভারী বৃষ্টিতে ভূমিধসের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত
সর্বাধিক পঠিত
ব্যক্তি পর্যায়ের কর হার বাড়বে
ব্যক্তি পর্যায়ের কর হার বাড়বে
‘তুফান’র গানে প্রীতম, আছেন পর্দায়ও!
‘তুফান’র গানে প্রীতম, আছেন পর্দায়ও!
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হলেন কেএসআরএমের ১ হাজার কর্মকর্তা-কর্মচারী
সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হলেন কেএসআরএমের ১ হাজার কর্মকর্তা-কর্মচারী
সান ফার্মার নতুন কারখানা উদ্বোধন করলেন সালমান এফ রহমান
সান ফার্মার নতুন কারখানা উদ্বোধন করলেন সালমান এফ রহমান