X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

‘২৬ মাস ধরে আমরা একইবর্ষে পড়াশোনা করছি’

জাবি প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৮:১০আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৮:১৩

শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাশে ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের শুরুতে সড়ক দুর্ঘটনায় নিহত বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আল মাহমুদ শফির জন্য শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

মানববন্ধনে উদ্ভিদবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের (৪৬ তম ব্যাচ) শিক্ষার্থী শারমিন আক্তার সাথী বলেন, ‘দেশের সবকিছু যদি স্বতঃস্ফূর্তভাবে চলতে পারে সেখানে শিক্ষা প্রতিষ্ঠান কেন বন্ধ থাকবে? অবিলম্বে পহেলা মার্চের মধ্যে সব শিক্ষার্থীকে টিকা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে।’

বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী (৪৬তম ব্যাচ) জহির ফয়সাল বলেন, ‘২৬ মাস ধরে আমরা একইবর্ষে পড়াশোনা করছি। এটা অত্যন্ত বেদনাদায়ক ও কষ্টের। অবিলম্বে পহেলা মার্চের মধ্যে বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।’

এসময় ব্যবস্থাপনা অধ্যয়ন বিভাগের স্নাতকোত্তর (৪৪তম ব্যাচ) শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, ‘মাননীয় শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী মে মাস থেকে শিক্ষা কার্যক্রম শুরু হবে, যা এখনও তিনমাস বাকি। এতদিন আমাদের আর অপেক্ষা করা সম্ভব না। আমরা এখনও স্নাতকোত্তরে তিনটি ব্যাচ (৪৩,৪৪,৪৫) এক সাথে আছি। অন্যান্য বর্ষেও একাধিক ব্যাচ এক সাথে আছে। এছাড়াও একাধিক চূড়ান্ত পরীক্ষা আটকে আছে।’

জাহিদ আরও বলেন, ‘২৪ মে যদি বিশ্ববিদ্যালয় খোলা হয়, এর পরেই (৬ জুন) ভর্তি পরীক্ষা শুরু হয়ে যাবে। পরে ঈদুল আজহা আর পূজার ছুটি তো আছেই। সব মিলিয়ে দীর্ঘ একটা সেশনজট তৈরি হবে। তাই ১ মার্চের মধ্যে একাডেমিক কার্যক্রম শুরু করে সকল স্থগিত পরীক্ষা চালুর দাবি জানাচ্ছি।’

রসায়ন বিভাগের (৪৭ তম ব্যাচ) শিক্ষার্থী ইকবাল হোসাইনের সঞ্চালনায় মানববন্ধনে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের (৪৭তম ব্যাচ) আরিফ সোহেল, দর্শন বিভাগের (৪৫তম ব্যাচ) রিয়াজুল ইসলাম রিহান প্রমুখ বক্তব্য রাখেন। তারা সবাই বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি জানান।

/টিএন/
সম্পর্কিত
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ প্রতিমন্ত্রীর
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বেড়েছে
সর্বশেষ খবর
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘শেখ হাসিনা কেবল দেশের উন্নয়ন করেননি, জাতিকে কলঙ্কমুক্তও করেছেন’
‘শেখ হাসিনা কেবল দেশের উন্নয়ন করেননি, জাতিকে কলঙ্কমুক্তও করেছেন’
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত বেড়ে প্রায় সাড়ে ৩৪ হাজার
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত বেড়ে প্রায় সাড়ে ৩৪ হাজার
যাত্রাবাড়ীতে চাঁদা আদায়ের সময় গ্রেফতার ১৫
যাত্রাবাড়ীতে চাঁদা আদায়ের সময় গ্রেফতার ১৫
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে