X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

শাহবাগে মিছিলে হামলার প্রতিবাদে জাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

জাবি প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২১, ০১:৩৮আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ০১:৩৮

কারাগারের ভেতর লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে শাহবাগে আয়োজিত মশাল মিছিলে শিক্ষার্থীদের ওপর 'নগ্ন হামলার' প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

শনিবার (২৭ ফেব্রুয়ারি)  বিকাল সাড়ে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের 'অমর একুশ' ভাস্কর্যের পাদদেশ থেকে শিক্ষার্থীরা একটি মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ঘুরে শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা গতকাল শাহবাগে গ্রেফতারকৃতদের মামলা তুলে নিয়ে মুক্তি, ডিজিটাল নিরাপত্তা আইনে যারা এখনও জেলে আছে তাদের মুক্তিসহ বিতর্কিত আইনটি বাতিলের দাবি জানান।

সমাবেশে নৃবিজ্ঞান বিভাগের (৪৪তম ব্যাচ) শিক্ষার্থী ইয়াসির আরাফাত বর্ণ বলেন, প্রত্যেকটা মানুষই মত প্রকাশের অধিকার রাখে। এটা সাংবিধানিক অধিকার। কথা বলতে চাওয়ার যে ইচ্ছা এটা সবসময় জারি থাকুক তার জন্যেই আজকে এখানে জড়ো হওয়া।

জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি দীপঙ্কর চক্রবর্তী দ্বীপ বলেন, ‘একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আমি কথা বলতে পারছি না, লিখতে পারছি না, সাহিত্য চর্চা করতে পারছি না, কার্টুন আঁকতে পারছি না। এটা কখনও গণতান্ত্রিক রাষ্ট্র হতে পারে না। যারা শাহবাগে নিজেদের অধিকার নিয়ে কথা বলতে গেছে তাদেরকেই গ্রেফতার করা হয়েছে। অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তি দিতে হবে। পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘সময় এসেছে রাষ্ট্রকে পরিবর্তন করার। রাষ্ট্রের পাশাপাশি রাষ্ট্রযন্ত্রকেও পরিবর্তন করতে হবে।’

প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী (৪৭তম ব্যাচ) সুদীপ্ত দে'র সঞ্চালনায় সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক রাকিবুল রনি বলেন, ‘করোনার সময় সরকারের অবস্থা কী? ভূমিকা কী? এসব বলার অধিকার অবশ্যই একজন নাগরিকের আছে। শুধুমাত্র একটি ফেসবুক স্ট্যাটাসের জন্য সরকার একজন নাগরিককে দশ মাস জেলে রাখতে পারে না। একজন কার্টুনিস্টকে সরকারের সম্মান করা উচিত। কার্টুনিস্টের ব্যঙ্গচিত্র থেকে শিক্ষা নিয়ে তাকে সম্মান দেখানো উচিত। অথচ এই সরকার সম্মান তো দূরের কথা তাদেরকে হাজতে ঢুকিয়ে রেখেছে। এই সরকারের আমলে শুধু কার্টুনিস্ট না সাংবাদিক, শিক্ষকসহ বহু মানুষকে জেলে যেতে হয়েছে শুধুমাত্র সত্য কথা বলার জন্য।’

তিনি আরও বলেন, গতকাল শাহবাগের হামলায় সাতজনকে গ্রেফতার করেছে এই সরকারের পুলিশ বাহিনী। এখন তাদের নামে 'মিথ্যা ও বানোয়াট' মামলা দেওয়া হয়েছে। অবিলম্বে এই মামলা প্রত্যাহার করতে হবে এবং গ্রেফতারকৃত সকলকে মুক্তি দিতে হবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ নিয়ে মুখ খুললেন বাইডেন
বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ নিয়ে মুখ খুললেন বাইডেন
গাছ কাটা ও লাগানোর বিষয়ে আইন-বিধি চেয়ে আইনি নোটিশ
গাছ কাটা ও লাগানোর বিষয়ে আইন-বিধি চেয়ে আইনি নোটিশ
জোরে সালাম শুনেই ঘাড় ফিরিয়ে উত্তর দেন খালেদা জিয়া
জোরে সালাম শুনেই ঘাড় ফিরিয়ে উত্তর দেন খালেদা জিয়া
বজ্রাঘাতে প্রাণ গেলো ১০ জনের
বজ্রাঘাতে প্রাণ গেলো ১০ জনের
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম