X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ধূপখোলা মাঠ নিয়ে আইনি লড়াইয়ের কথা ভাবছে জবি

জবি প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২১, ২৩:০৫আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ২৩:০৫

পুরান ঢাকার ধূপখোলায় অবস্থিত খেলার মাঠ রক্ষায় সিটি করপোরেশনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাওয়ার কথা ভাবছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। সোমবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে এ কথা জানান বিশ্ববিদ্যালয়ের রুটিন উপাচার্যের দায়িত্বে থাকা ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদ।

তিনি বলেন, রবিবার রাতে তারা সীমানাপ্রাচীর তুলে ফেলেছে দুপুরে জেনেছি। আইনি লড়াইয়ের বিষয়ে আমরা ভাবছি। উপাচার্য ৯ অক্টোবর দেশে আসবেন, তার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। রাতে তার সঙ্গে আবার কথা বলবো আইনি বিষয়ে। আমাদের লিগ্যাল অ্যাডভাইজার আছে, তার সঙ্গে পরামর্শ করবো।

তিনি আরও বলেন, মাঠ নিয়ে মেয়রের সঙ্গে দেখা করেছি, প্রধানমন্ত্রীর দফতর, শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি। মেয়রকে বলেছিলাম, কেরানীগঞ্জে যাওয়া পর্যন্ত আমরা মাঠ ব্যবহার করি। তিনি না করেছেন। আমাদের ডকুমেন্টস না থাকায় পাত্তাই দিচ্ছেন না।

বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কার্যক্রম অব্যাহত রাখতে বিকল্প চিন্তা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, কেরানীগঞ্জে জেলখানার বিপরীতে আমাদের জায়াগা আছে। এ ছাড়া কেরানীগঞ্জে নতুন ক্যাম্পাসের জায়গায় মাটি ভরাটের সমস্যা নেই। ওখানে মাঠ করা যাবে সহজে। যাতে শিক্ষার্থীদের ক্রীড়া কার্যক্রম ব্যাহত না হয়।

এর আগে রবিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে ধূপখোলা মাঠের জবি অংশে সীমানাপ্রাচীর তুলে ফেলে মাঠের সংস্কারের দায়িত্বে থাকা ঠিকাদার প্রতিষ্ঠান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৮২ সাল থেকে মাঠটি ব্যবহার করছে তারা। বিশ্ববিদ্যালয় ছাড়াও তিন ভাগে বিভক্ত মাঠটির অপর দুই অংশের একটি ইস্ট অ্যান্ড ক্লাব ও অপর অংশটি স্থানীয়দের জন্য উন্মুক্ত হিসেবে ব্যবহার হচ্ছিল।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে জানা যায়, ধূপখোলা মাঠ মেগা প্রজেক্টের মধ্যে রয়েছে। একটি বহুতল মার্কেট, খেলার মাঠ, হাঁটার ব্যবস্থা, ক্যাফেটেরিয়া ও পার্কিং স্থান করা হবে। 

একমাত্র খেলার মাঠ বেহাত হওয়ার ক্ষুব্ধ জবির সাবেক-বর্তমান শিক্ষার্থীরাও। এই মাঠেই ২০২০ সালের ১১ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন। মাঠ রক্ষায় কয়েক দফা মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরাও।

/এএম/
সম্পর্কিত
আড়াই শতাধিক মানুষের তৃষ্ণা মেটালেন জবি শিক্ষার্থীরা
জবিতে পরীক্ষা বন্ধ, ক্লাস অনলাইনে
যৌন হয়রানির অভিযোগে জবির আরেক শিক্ষক বরখাস্ত
সর্বশেষ খবর
মেনোত্তির মৃত্যুতে পাশে না থাকার আফসোস ক্রুসিয়ানির
মেনোত্তির মৃত্যুতে পাশে না থাকার আফসোস ক্রুসিয়ানির
টাঙ্গাইল শাড়ির স্বত্ব রক্ষায় ভারতে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার
টাঙ্গাইল শাড়ির স্বত্ব রক্ষায় ভারতে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতেরই অংশ: এস জয়শঙ্কর
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতেরই অংশ: এস জয়শঙ্কর
প্রথম ধাপে ৭ শতাংশ কোটিপতি প্রার্থী
উপজেলা নির্বাচনপ্রথম ধাপে ৭ শতাংশ কোটিপতি প্রার্থী
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?