X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

জবির মাঠ রক্ষায় প্রগতিশীল ছাত্রজোটের সমাবেশ 

জবি প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২১, ২০:৪৭আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১৫:৪৮

পুরান ঢাকার গেন্ডারিয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র খেলার জায়গা ধূপখোলা মাঠে সিটি করপোরেশনের মার্কেট নির্মাণ বন্ধের দাবিতে সংহতি সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট বিশ্ববিদ্যালয় শাখা। সোমবার (৪ অক্টোবর) বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত ধূপখোলা মাঠ সংলগ্ন সড়কে সমবেত হন সংগঠনটির সদস্যরা।

শাখা ছাত্রফ্রন্টের সহ-সভাপতি সুমাইয়া সোমার সভাপতিত্বে ও শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক খায়রুল হাসান জাহিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, এলাকাবাসী, জবির সাবেক-বর্তমান শিক্ষার্থী ও প্রগতিশীল ছাত্রজোটের নেতৃবৃন্দ।

কবি নজরুল ইসলাম সরকারি কলেজের শিক্ষার্থী শামীম হোসেন বলেন, আমাদের কলেজের পার্শ্ববর্তী বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠটি আমাদের কলেজের শিক্ষার্থীরা এবং আশপাশের শিশুরা ব্যবহার করতো। কিন্তু সিটি করপোরেশন সেটি দখল করে তাদের কর্মকাণ্ড চালাচ্ছে। আমরা অবিলম্বে এই মাঠটি উদ্ধারের দাবি জানাই।

ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দীপক শীল বলেন, ঢাকা দক্ষিণ সিটির মেয়র পুরান ঢাকায় ভোট ছাড়া আসেন না, তিনি যদি পুরান ঢাকাকে ধানমন্ডি বানাতে চান, এখানকার জীবনমান উন্নয়নের নামে নাভিশ্বাস করতে চান, এখানে যে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছেন তাদের কাছে থেকে এখানকার স্থানীয়রা নায্যমূল্যে জিনিসপত্র কিনতে পারে সেখানে সুপারশপ স্থাপন করে মূল্যের সঙ্গে মূল্য সংযোজন কর যুক্ত করতে চান, তাহলে মেয়রকে এখানে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।

শাখা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর আগে হল উদ্ধার আন্দোলনের সময় দেখিয়েছে কীভাবে আন্দোলন করতে হয়, কীভাবে অধিকার বুঝে নিতে হয়। আমাদের জায়গা কীভাবে বুঝে নিতে হবে সেটি আমরা জানি। আমাদের মাঠে যদি সিটি করপোরেশন কাজ চালিয়ে যেতে থাকে তাহলে তার জবাব শিক্ষার্থীরা দেবে। ক্যাম্পাস বন্ধ এবং শিক্ষার্থীদের পরীক্ষা থাকায় সিটি করপোরেশন এই কাজ করতে পারছে। কিন্তু ক্যাম্পাস যদি খোলা থাকতো তাহলে তারা এই সাহস দেখাতে পারতো না।

/এএম/
সম্পর্কিত
মার্কিন শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংহতি সমাবেশ
মে দিবসে সিপিবি’র সমাবেশ
দুর্নীতিবাজ নেতৃত্ব দিয়ে দেশের পরিবর্তন হবে না: নুর
সর্বশেষ খবর
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?