X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

ব্র্যাক ইউনিভার্সিটির ১৪তম সমাবর্তন অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ জানুয়ারি ২০২২, ২২:১৭আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ২২:১৭

ব্র্যাক ইউনিভার্সিটির ১৪তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) আয়োজিত অনুষ্ঠানে গ্র্যাজুয়েটরা অনলাইনে অংশগ্রহণ করেন। এবারের সমাবর্তনে মোট ১ হাজার ৯৬৬ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয় এবং ৩১ জন শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে স্বর্ণপদক দেওয়া হয়।

ব্র্যাক ইউনিভার্সিটির অফিসিয়াল ফেসবুক পেজে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।

সমাবর্তনে অংশ নেওয়া গ্র্যাজুয়েটদের মাঝে চ্যান্সেলর স্বর্ণপদক বিতরণ করেন প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর স্বর্ণপদক বিতরণ করেন ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ভিনসেন্ট চ্যাং। ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন তামারা হাসান আবেদ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ। সমাবর্তন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ছিলেন জনপ্রিয় কথাসাহিত্যিক, পদার্থবিদ ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল।

করোনা মহামারির সময়ে সফলভাবে সমাবর্তন আয়োজনের জন্য ব্র্যাক ইউনিভার্সিটিকে অভিনন্দন জানান ডা. দীপু মনি। তিনি তার বক্তব্যে আরও দক্ষ গ্র্যাজুয়েট তৈরি করতে পাঠ্যক্রমের উন্নতিসাধনসহ শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান এবং সফট স্কিলগুলো উন্নত করতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানান। করোনা মহামারির বাস্তবতার সঙ্গে শিক্ষা ব্যবস্থাকে মানিয়ে নিতে ব্লেন্ডেড লার্নিং এবং মডিউলার এডুকেশনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন শিক্ষামন্ত্রী।

চেয়ারপারসন তামারা হাসান আবেদ বলেন, ‘পরিবর্তনশীল নতুন বিশ্বে প্রয়োজন দৃষ্টিভঙ্গির মৌলিক পরিবর্তন, সামাজিক চুক্তিগুলোর স্থায়িত্ব এবং সমানুভূতির প্রতি গুরুত্বারোপ করা।’

করোনা মহামারির মধ্যেও পড়াশোনায় প্রাণোচ্ছলতা ধরে রেখে অসামান্য কৃতিত্ব প্রদর্শন করায় গ্রাজুয়েটদের অভিনন্দন জানান প্রফেসর ভিনসেন্ট চ্যাং।

প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ তার বক্তব্যে বলেন, ‘উচ্চশিক্ষা ব্যবস্থায় গবেষণার অনেক বড় ভূমিকা রয়েছে তবে আমাদের দেশ এ ক্ষেত্রে পিছিয়ে রয়েছে।’

ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘জ্ঞানই একটি দেশের প্রকৃত সম্পদ।’ গ্র্যাজুয়েটদের দেশের মূল্যবান সম্পদ হিসেবে অভিহিত করে তিনি বলেন ‘এরাই আমাদের দেশকে সমৃদ্ধশালী করেছে।’

বড় স্বপ্ন দেখা ও প্রাণশক্তি ধরে রেখে ব্যর্থতা মেনে নিতে শিখতে শিক্ষার্থীদের পরামর্শ দেন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘তুমি যদি জীবনে কখনও ব্যর্থ না হয়ে থাকো, তার অর্থ হলো তুমি নতুন কিছু করার চেষ্টা করোনি।’

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরু অথবা মাংস আমদানির বিকল্প কী?
গরু অথবা মাংস আমদানির বিকল্প কী?
ক্রিমিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি ইউক্রেনের
ক্রিমিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি ইউক্রেনের
প্রাণিসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে উদ্যোক্তা হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী
প্রাণিসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে উদ্যোক্তা হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী
গরমে হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগী
গরমে হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগী
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট