X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিষের প্রভাবে জবি ছাত্রীর মৃত্যু, প্রেমিক পলাতক

জবি প্রতিনিধি
০৯ মে ২০২২, ২০:১৭আপডেট : ০৯ মে ২০২২, ২১:২৪

বিষের প্রভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মৃত্যুর অভিযোগ উঠেছে। দুই সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। অভিযোগ উঠেছে, প্রেমিকের বাসায় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরে অধ্যয়নরত ওই শিক্ষার্থীকে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। পরে শনিবার (৭ মে) রাত সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল নিশ্চিত করেছেন। এ ঘটনায় রাজধানীর গেন্ডারিয়া থানায় একটি পুলিশ ফাইল দায়ের করা হয়েছে।

ওই শিক্ষার্থীর সহপাঠীদের অভিযোগ, ২৪ এপ্রিল রাজধানীর আজগর আলী হাসপাতালে এই ছাত্রীকে মুমূর্ষু অবস্থায় রেখে পালিয়ে যান প্রেমিক শাকিল। তিনি একই বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি ও আইন বিভাগের ২০১১-১২ বর্ষের ছাত্র। 

সহপাঠীরা আরও জানান, কয়েক মাস ধরে তাদের সম্পর্কে টানাপোড়েন চলছিল। শাকিল বিশ্ববিদ্যালয়ের আরেকটি মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। এ অবস্থায় ওই ছাত্রীকে এড়িয়ে চলতে থাকেন এবং ‘অন্য ধর্মের’ অজুহাতে বিয়ে করতে অস্বীকৃতি জানান।

ঘটনার দিন সকালে শাকিলের বাসায় যান ওই ছাত্রী। সেখানে একপর্যায়ে অজ্ঞান হয়ে পড়েন তিনি। পরে শাকিল ও তার ছোট ভাই তাকে আজগর আলী হাসপাতালে নিয়ে যান। তবে বন্ধু ও ভাই পরিচয়ে ছাত্রীকে হাসপাতালে ভর্তি করাতে চাইলে কর্তৃপক্ষ তাতে অস্বীকৃতি জানায়। পরে শাকিল ওই ছাত্রীর এক বন্ধুকে ফোনে খবর দিয়ে হাসপাতালে নিয়ে আসেন। 

ছাত্রীর ওই বন্ধু বলেন, ‘গত ২৪ এপ্রিল দুপুর দেড়টার দিকে আজগর আলী হাসপাতাল থেকে আমার বান্ধবী অসুস্থ বলে একটা ফোন আসে। পরে সেখানে গিয়ে তাকে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় দেখতে পাই। ডাক্তাররা তার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করছিলেন। এ সময় হাসপাতালে শাকিল ও তার ভাইকে দেখতে পাই। শাকিল ভাই ও তার ভাই বন্ধু পরিচয়ে ভর্তি করাতে চাইলে প্রথমে ভর্তি করায়নি কর্তৃপক্ষ। পরে স্বামী পরিচয়ে হাসপাতালে আমার বান্ধবীকে ভর্তি করায় সে।’ 

তিনি আরও বলেন, ‘শাকিল প্রথমে ঘটনা বলতে চাইছিলেন না। পরে বলেন, বাসা থেকে হয়তো কিছু খেয়ে তার বাসায় এসেছিল আমার বান্ধবী। সেখানে কথা বলার একপর্যায়ে অসুস্থ হয়ে যান। পরে আমি তার পরিবারকে ফোনে অসুস্থতার কথা জানাই।’ 

ওই ছাত্রী আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হার্ট অ্যাটাক ও পরে ব্রেনস্ট্রোক করেন। পরে উন্নত চিকিৎসার জন্য গত ১ মে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। 

তবে এ ঘটনায় ওই ছাত্রীর পরিবারের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

শাকিল ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তির পর থেকে পলাতক। মোবাইল ফোনে যোগাযোগ করলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও তার পরিবারের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। 

রাজধানীর গেন্ডারিয়া থানার ওসি মো. আবু সাঈদ আল মামুন বলেন, ‘এ ঘটনায় একটা পুলিশ ফাইল হয়েছে। পরিবারের পক্ষ থেকে যদি কোনও অভিযোগ আসে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
আড়াই শতাধিক মানুষের তৃষ্ণা মেটালেন জবি শিক্ষার্থীরা
জবিতে পরীক্ষা বন্ধ, ক্লাস অনলাইনে
যৌন হয়রানির অভিযোগে জবির আরেক শিক্ষক বরখাস্ত
সর্বশেষ খবর
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা