X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ইবিতে হলের গেট থেকে সরে দাঁড়াতে বলায় সিনিয়রকে থাপ্পড়

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
২২ মে ২০২২, ১০:৪৩আপডেট : ২২ মে ২০২২, ১০:৪৯

ইসলামী বিশ্ববিদ্যালয়ে হলে ঢোকার গেটের রাস্তা থেকে সরে দাঁড়াতে বলায় প্রথম বর্ষের এক শিক্ষার্থীর বিরুদ্ধে সিনিয়রকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে। শনিবার (২১ মে) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হল গেটে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী শিক্ষার্থী হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে অধ্যায়নরত। অভিযুক্ত ফারহান লাবীব ধ্রুব বাংলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাইসাইকেল নিয়ে সাদ্দাম হোসেন হলের রিডিং রুমে অ্যাসাইনমেন্ট করতে যাচ্ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের ওই শিক্ষার্থী। এ সময় ধ্রুব ও সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রায়হান নামে ছাত্রলীগ কর্মী হলে ঢোকার গেটে দাঁড়িয়ে ছিলেন। তাদের সরে দাঁড়াতে বলেন ওই শিক্ষার্থী। সরে না দাঁড়ালে তাদের কাছে কারণ জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে তার গালে থাপ্পড় দেন ধ্রুব। এ সময় তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ধ্রুবসহ চার থেকে পাঁচ জন তাকে মারধর করেন।

এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‌‘আমি হলের রিডিং রুমে যাচ্ছিলাম। ধ্রুব ও আরেকজন হলে ঢোকার গেটে দাঁড়ায় ছিল। আমি জিজ্ঞেস করি, তোমরা এভাবে দাঁড়ায় আছো কেন? তখন ধ্রুব বলে, দাঁড়ায় আছি মানে? বলে খুব জোরে আমার গালে একটা থাপ্পড় দেয়। পরে তারা আবার মারতে আসে। বিষয়টি নিয়ে আমি প্রশাসন বরাবর লিখিত অভিযোগ করবো।’

অভিযোগের বিষয়ে ধ্রুব বলেন, ‘বিষয়টা একটা সিচুয়েশন তৈরি হয়ে গিয়েছিল। উনি আমার পায়ে সাইকেল লাগিয়ে দিয়েছিলেন। আমি সাবধানে চালাতে বলায় আমার বুকে হাত দিয়ে সরিয়ে দেন। পরে আবার ইট তুলে মারতে আসছিলেন। পরে আমি সরি বলেছি।’

এদিকে ঘটনার পর ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিক বিভাগের কাজী সালমান সাকিব, ব্যবস্থাপনা বিভাগের আসিফ আহমেদ শিমুলসহ আরও কয়েকজন ছাত্রলীগ কর্মী হলের মাঠে ভুক্তভোগীকে ডেকে বিভিন্নভাবে মীমাংসার চেষ্টা করেন। কিন্তু তিনি লিখিত অভিযোগ করবেন বলে তাদের জানিয়েছেন।

/এসএইচ/
সম্পর্কিত
ইমাম নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠা উপাচার্যের পাশে ছাত্রলীগ, বিক্ষোভ শিক্ষক-কর্মকর্তাদের
ফুল ছিঁড়লে বাতিল হলের সিট!
গুচ্ছপদ্ধতিতে যাচ্ছে না ইবি
সর্বশেষ খবর
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
বিতর্কের মুখে গাজায় ইসরায়েলি কার্যকলাপের নিন্দা জানিয়েছেন মালালা
বিতর্কের মুখে গাজায় ইসরায়েলি কার্যকলাপের নিন্দা জানিয়েছেন মালালা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না