X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জাবিতে ২৭৯ কোটি টাকার বাজেট অনুমোদন

জাবি প্রতিনিধি 
২৬ জুন ২০২২, ০৯:০৬আপডেট : ২৬ জুন ২০২২, ০৯:১২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ অর্থবছরের জন্য ২৭৯ কোটি ১৩ লাখ টাকার বাজেট অনুমোদন হয়েছে। শুক্রবার (২৪ জুন) বিকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত ৩৯তম বার্ষিক সিনেট অধিবেশনে এই বাজেট অনুমোদন দেওয়া হয়।

এবারের বাজেটে মোট আয়ের মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে প্রাপ্ত ২৫৭ কোটি ১৩ লাখ টাকার অনুদান এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সূত্র থেকে ২২ কোটি টাকা।

বাজেটে সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে বিভাগীয় শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও বিভাগ খরচ খাতে ৯৭ কোটি ৮৬ লাখ ৪১ হাজার টাকা, যা মোট বাজেটের ৩৫ দশমিক ৬ শতাংশ। দ্বিতীয় অবস্থানে সাধারণ কার্যক্রম ও আনুষঙ্গিক ব্যয় বাবদ ৩২ কোটি ৩৮ লাখ ৩ হাজার টাকা, যা মোট বাজেটের ১১ দশমিক ৬০ শতাংশ এবং তৃতীয় অবস্থানে প্রশাসনিক খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৩২ কোটি এক লাখ ২৯ হাজার টাকা।

এ বছর গবেষণা খাতে ব্যয় ধরা হয়েছে চার কোটি ৪০ লাখ টাকা, যা গত বছরের তুলনায় ৪০ লাখ টাকা বেশি। এছাড়া চিকিৎসা খাতে গত বছর বরাদ্দ ছিল দুই কোটি ৬৩ লাখ ১ হাজার টাকা। কিন্তু এবার ১১ লাখ ১ হাজার টাকা বাড়িয়ে ব্যয় ধরা হয়েছে দুই কোটি ৭৪ লাখ ১১ হাজার টাকা।

এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ খাতের মধ্যে পেনশন বাবদ ৩০ কোটি ৬৮ লাখ টাকা, আবাসিক হল ও হোস্টেল ব্যয় বাবদ ২৬ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকা, পরীক্ষা ব্যয় বাবদ ১৯ কোটি ৬৮ লাখ ৮৫ হাজার টাকা, বিশ্ববিদ্যালয়ের পূর্ত বিভাগ বাবদ ৮ কোটি ২৬ লাখ ২৮ হাজার টাকা, ছাত্র বৃত্তি ও ফেলোশিপ বাবদ ৩ কোটি ৭৫ লাখ টাকা, গ্রন্থাগারের ব্যয় ৩ কোটি ১ লাখ ৫ হাজার টাকা, শিক্ষা ও বৈজ্ঞানিক সরঞ্জাম বাবদ ২ কোটি ৪১ লাখ টাকা, খেলাধুলা বাবদ ১ কোটি ৯৯ লাখ ১৬ হাজার টাকা, মূলধন ব্যয় ৮ কোটি ১৩ লাখ টাকা এবং প্রকাশনা বাবদ সর্বনিম্ন ৬ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত অর্থবছরের মূল বরাদ্দ ছিল ২৬৬ কোটি ২৪ লাখ টাকা এবং সংশোধিত বরাদ্দ ছিল ২৭৮ কোটি ২ লাখ টাকা। গত বছরের চেয়ে এবার মূল বরাদ্দ বেড়েছে ১২ কোটি ৮৯ লাখ টাকা।

/এসএইচ/
সম্পর্কিত
মাদক বহনের সময় দুর্ঘটনা, এরপর থেকে নষ্ট হচ্ছে জাবির ৬০ লাখ টাকার অ্যাম্বুলেন্সটি
জাবির ডিন নির্বাচন ১৫ মে
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা