X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

১৮২ বছরে ঢাকা কলেজ: প্রতিষ্ঠাবার্ষিকীতে নেই কোনও আয়োজন

ঢাকা কলেজ প্রতিনিধি
২১ নভেম্বর ২০২২, ০২:১১আপডেট : ২১ নভেম্বর ২০২২, ০২:১১

১৮৪১ সালের ২০ নভেম্বর প্রতিষ্ঠিত হয় উপমহাদেশের প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজ। ইতোমধ্যে ১৮২ বছরে পদার্পণ করেছে কলেজটি। তবে কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ঘিরে নেই কোনও আয়োজন। বাকি দিনের মতোই চলছে ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম।

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে সূচনা হয় পূর্ব বাংলার শিক্ষা বিস্তারের। এই প্রতিষ্ঠান থেকে শিক্ষার আলো ছড়িয়ে যায় সারা বাংলায়। স্বমহিমায় দাঁড়িয়ে রয়েছে ১৮১ বছরের এই প্রতিষ্ঠান। আজ গৌরবময় প্রতিষ্ঠাবার্ষিকী হলেও উদযাপন করেনি কলেজ প্রশাসন।

প্রতিষ্ঠাবার্ষিকীতে কোনও কর্মসূচি না থাকায় আক্ষেপ করেন শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানাতে দেখা যায় শিক্ষার্থীদের।

১৮২ বছরে ঢাকা কলেজ: প্রতিষ্ঠাবার্ষিকীতে নেই কোনও আয়োজন

ক্ষোভ প্রকাশ করে আজমাইন সাকিন নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে আজ ঢাকা কলেজের জন্মদিন দেখলাম। অথচ প্রতিষ্ঠাবার্ষিকীতে কোনও আয়োজন নেই। এটা ভাবতেই খারাপ লাগছে। কলেজ প্রশাসনের অবহেলার কারণে আজ কোনও অনুষ্ঠান করা হয়নি। ঐতিহ্যের ধারক এমন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন না করা অবহেলার শামিল।’

নেহাল আরেফিন নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘ঢাকা কলেজের ১৮০তম জন্মদিন আই কে সেলিম স্যারের উদ্যোগে উদযাপন করা হয়েছিল। বেশ জাঁকজমক হয়েছিল। কিন্তু এখন কেন পালন করা হচ্ছে না, বিষয়টি বোধগম্য নয়। দিনটি উদযাপন করা উচিত ছিল কলেজ প্রশাসনের।’

১৮২ বছরে ঢাকা কলেজ: প্রতিষ্ঠাবার্ষিকীতে নেই কোনও আয়োজন

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন না করার বিষয়ে জানতে চাইলে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বলেন, ‘ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীর তারিখ নিয়ে ঝামেলা আছে। আমাদের শিক্ষক পরিষদের সম্পাদক বলেছেন (২০ নভেম্বর)। আবার শুনেছি ৫ ডিসেম্বর। নির্দিষ্ট তারিখটা জানার জন্য কাজ চলছে। আগামী দেড় মাসের মধ্যে আমরা সঠিক তারিখ জানতে পারবো।’

তিনি আরও বলেন, ‘এ ছাড়া সমাবর্তনের কাজে ব্যস্ত থাকায় প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে এবার আমরা অতটা চিন্তা করিনি। তবে আগামী বছর জাঁকজমকপূর্ণভাবে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের নিয়ে দিনটি উদযাপন করা হবে।’

/এএম/এনএআর/
সম্পর্কিত
৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিপিবির কর্মসূচি
বাংলাদেশ লোকসংগীত পরিষদের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাজশাহী শাখার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সর্বশেষ খবর
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু