X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

ঢাবির মঞ্চে নতুন থিয়েটার দলের প্রথম প্রযোজনা ‘এফিগিনিয়া’

ঢাবি প্রতিনিধি
১৯ মে ২০২৩, ২১:০৯আপডেট : ১৯ মে ২০২৩, ২১:৫৮

‘আবাদ করলে ফলবে সোনা’—এই স্লোগান নিয়ে শনিবার (২০ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মঞ্চে প্রথম প্রযোজনা ‘এফিগিনিয়া’ আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন থিয়েটার দল ‘ক্রিয়েটিভ ক্যুলটুরা’। জার্মান নাট্যকার উলফ্গ্যাঙ ফন গ্যোটের রচনা এবং মামুন হকের অনুবাদ ও নির্দেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডল মিলনায়তনে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হতে যাচ্ছে নাটকটি।

এতে অভিনয় করেছে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আশরাফুল ইসলাম সায়ান, মো. তানভীর আহম্মেদ, প্রণব রঞ্জন বালা, মুনিরা মাহজাবিন মিমো, জিনিয়া ইসলাম, বিজয় চন্দ্র সিংহ, মো. বখতিয়ার খলজি হাশর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম একশনের (ডুমা) সাধারণ সম্পাদক মেহেদী হাসান।

মঞ্চ ব্যবস্থাপনায় ছিলেন মো. তানভীর আহম্মেদ, মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন আশরাফুল ইসলাম সায়ান, মঞ্চ পরিকল্পনা সহযোগী কাজী রুবেল, আলোক প্রক্ষেপণ করেছেন জাদিদ ইমতিয়াজ আহমেদ ও মুজাহিদুল ইসলাম রিফাত।

নাটকে, সংগীত পরিকল্পনা করেছেন প্রণব রঞ্জন বালা, সংগীত প্রয়োগ করেছে সিঁথি ইষরা রিচিল, পোশাক ও দ্রব্য পরিকল্পনা করেছে উম্মে হানী, পোশাক পরিকল্পনা সহযোগী হিসেবে ছিলেন শাহী ফারজানা তানজীম (মিমি) এবং দ্রব্য পরিকল্পনা সহযোগী ছিলেন মুনতাকা বিনতে হক ইরা।

ঢাবির মঞ্চে নতুন থিয়েটার দলের প্রথম প্রযোজনা ‘এফিগিনিয়া’

পাশাপাশি নাটকে দেহ বিন্যাস ও চলন পরিকল্পনা করেছে রিমি রফিক, রূপসজ্জা পরিকল্পনা করেছে আলফতউন আলিসজ্ঞান প্রত্যাশা এবং অর্কেস্ট্রায় ছিলেন মনোহর চন্দ্র দাস। (ভায়োলিন) বিজয় চন্দ্র সিংহ (বাঁশি), কথক বিশ্বাস জয় (হারমোনিয়াম ও নাকারা)।

এ ছাড়া নাটকে পোস্টার ডিজাইন করেছেন নাহিদ আলিফ এবং স্থির চিত্র ধারণ করছেন নাহিদ হাসান ও নিরব তাহসান। প্রযোজনাটি নির্মাণে বিশেষ সহযোগিতা করেছে বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভিত্তিক সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশন (ডুমা)।

নাটক সম্পর্কে নাটকটির নির্দেশক মামুন হক বলেন, ‘এফিগিনিয়া একজন আদর্শ মানুষের চরিত্র, শান্তির বার্তাবাহক। ভালো মানুষের চরিত্রকে মঞ্চে উপস্থাপন করার মধ্য দিয়ে আমরা বর্তমান সময়ে মানবিক মানুষের প্রয়োজনীয়তা তুলে ধরতে চাই। বর্তমান পৃথিবীর সংঘাতময় পরিস্থিতিতে আশার আলোর সূচনা করতে চাই এই নাটকটির মধ্য দিয়ে।’

নাটকটি সম্পর্কে জানা যায়, ‘টাউরিস দ্বীপে এফিগিনিয়া’ ওয়েমার ক্লাসিকাল সময়ের (১৭৮০-১৮০০) একটি গুরুত্বপূর্ণ নাটক। ১৭৭৯ সালে গ্যোটে প্রথমবার এই নাটকটি রচনা করেন। পরে ১৭৮৭ সালে তিনি পুনরায় ‘ব্ল্যাঙ্ক ভার্সে’ এই নাটকটি লেখেন। এফিগিনিয়া একজন আদর্শ মানুষের চরিত্র এবং এই আদর্শিক চরিত্রের ইমানুয়েল কান্টের ‘আইডিয়ালিজম’র সংযোগ রয়েছে।

/এনএআর/
সম্পর্কিত
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
কোড সামুরাই হ্যাকাথনের দ্বিতীয় পর্বের ফল প্রকাশ, ৪৬ দল নির্বাচিত
সর্বশেষ খবর
রাজশাহীতে তীব্র গরমে মরছে মুরগি, আতঙ্কে খামারিরা
রাজশাহীতে তীব্র গরমে মরছে মুরগি, আতঙ্কে খামারিরা
সিগারেট বাকি না দেওয়ায় দোকানিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
সিগারেট বাকি না দেওয়ায় দোকানিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চার কর্মকর্তা নিহত
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চার কর্মকর্তা নিহত
ঢাকা কর কমিশনারের কার্যালয়ে চাকরির সুযোগ
ঢাকা কর কমিশনারের কার্যালয়ে চাকরির সুযোগ
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে