X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ছাত্রলীগের তিন কর্মীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ

কবি নজরুল কলেজ প্রতিবেদক
২৩ জানুয়ারি ২০২৪, ২৩:২১আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ২৩:২১

রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের ২০২২-২৩ সেশনের এক শিক্ষার্থীকে মারধর করে মোবাইল ও মানিব্যাগ নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে কবি নজরুল কলেজ ছাত্রলীগের তিন জন কর্মীর বিরুদ্ধে। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম সিফাত রহমান শিমুল।

অভিযুক্ত তিন ছাত্রলীগ কর্মী হলেন— মেহেদী হাসান পলাশ, রাকিব ও সুমন। তারা সবাই কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি বেলায়েত হোসেন সাগরের অনুসারী।

জানা যায়, ছাত্রলীগ কর্মী রাকিব ও পলাশের নেতৃত্বে সোমবার (২২ জানুয়ারি) দুপুরে কবি নজরুল সরকারি কলেজ ছাত্র সংসদের ভেতরে ভুক্তভোগী শিক্ষার্থী শিমুলকে পরীক্ষার হল থেকে বের করে এনে মারধর করা হয়।

ভুক্তভোগী শিক্ষার্থী বাংলা ট্রিবিউনকে বলেন, পরীক্ষার হল থেকে বের করে আমাকে ছাত্র সংসদের ভিতরে নিয়ে মারধর করা হয়েছে। ছাত্রলীগের ১৫/১৬ জন মিলে আমাকে লাথি, কিল, ঘুষি মারতে থাকে। পরে আমার থেকে মোবাইল আর মানিব্যাগ নিয়ে আমাকে ক্যাম্পাস থেকে বের হয়ে যেতে বলে। তারপর আমি বেরিয়ে আসি।

এ বিষয়ে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বেলায়েত হোসেন সাগর বলেন, ছেলেটি ছাত্রদল করে ও একটা কমিটির নেতা। ওকে মারা বা ওর ফোন-টাকা নেওয়া হয়নি। শুধু বলা হয়েছে কলেজ ক্যাম্পাসে যেন ছাত্রদলের প্রচার না করে।

তবে কবি নজরুল কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ফাহিম বলেন, ছেলেটি ছাত্রদলের কোনও পদধারী নেতা নয়। তবে ছাত্রদলের সমর্থক হতে পারে। ছাত্রদল সমর্থন করা তো কোনও অপরাধ নয়। সাধারণ শিক্ষার্থীকে মারধর করে ছিনতাই করা ছাত্রলীগের গুন্ডাদের চিরাচরিত অভ্যাস। কলেজে বারবার সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে মারধরের শিককার হলেও কলেজ প্রশাসন এ নিয়ে কোনও পদক্ষেপ নেয় না। এটা কলেজ প্রশাসনের অদক্ষতা ও ব্যর্থতার পরিচয়।

শিক্ষার্থীকে মারধর করে মোবাইল ও মানিব্যাগ ছিনতাইয়ের বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমেনা বেগমের সঙ্গে ফোনে যোগাযোগ করলেও তাকে পাওয়া যায়নি। এর আগে কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে মারধর ও হেনস্তার শিকার হলেও সেই বিষয়ে কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

উল্লেখ্য, ছাত্রলীগের এই তিন কর্মীর বিরুদ্ধে আগেও শিক্ষার্থী ও সাংবাদিককে মারধর ও হেনস্তার অভিযোগ রয়েছে। এরমধ্যে ছাত্রলীগ কর্মী সুমন সাংবাদিককে মারধরের অভিযোগে ছাত্রলীগ থেকে বহিষ্কার হলেও বাকি দু'জন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি বেলায়েত হোসেন সাগরের আস্থাভাজন হওয়ায় পার পেয়ে যায়।

 

/এমএস/
সম্পর্কিত
বৃষ্টির প্রার্থনায় নামাজ
হিট অফিসারের পরামর্শে ‘কৃত্রিম বৃষ্টি’ ছিটাবে ডিএনসিসি
বনানীতে যাত্রীবাহী বাসে আগুন
সর্বশেষ খবর
সোনার দাম আরও কমলো
সোনার দাম আরও কমলো
জাল ভোট হলে তাৎক্ষণিক সেই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ: ইসি হাবিব
জাল ভোট হলে তাৎক্ষণিক সেই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ: ইসি হাবিব
কুষ্টিয়ায় বৃত্তি পেলো ১৬০ স্কুলশিক্ষার্থী
কুষ্টিয়ায় বৃত্তি পেলো ১৬০ স্কুলশিক্ষার্থী
ওয়ালটন এসি কিনে মিলিয়নিয়ার গাজীপুরের আলী
ওয়ালটন এসি কিনে মিলিয়নিয়ার গাজীপুরের আলী
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস