X
সোমবার, ২৪ মার্চ ২০২৫
১০ চৈত্র ১৪৩১

ড্যাফোডিলে অনুষ্ঠিত হলো কমিউনিটি ডিজিটাল স্টোরি টেলিং ফেস্টিভ্যালের দ্বিতীয় সিজন

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:২১আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:২১

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের আয়োজনে দ্বিতীয়বারের মতো  অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী কমিউনিটি ডিজিটাল স্টোরিটেলিং ফেস্টিভ্যাল (সিডিএসটিএফ)। উৎসবটি ১৭ ও ১৮ ফেব্রুয়ারি সাভারের ড্যাফোডিল স্মার্ট সিটিতে সফলভাবে উৎযাপন হয়েছে এবং ১৯ ফেব্রুয়ারি মিরপুর সনি স্টার সিনেপ্লেক্সে উৎযাপন করা হবে। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়টি।

এবারের উৎসবের মূল বিষয় “উপকূলীয় জীবন”, যেখানে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনযাত্রা, সংগ্রাম, সংস্কৃতি ও টিকে থাকার লড়াই তুলে ধরা হয়।

ফেস্টিভ্যালটি উদ্বোধন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. লিজা সারমিন। তিনি বলেন, কমিউনিটি ডিজিটাল স্টোরিটেলিং ফেস্টিভ্যাল আমাদের সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের একটি সিগনেচার প্রোগ্রাম। এই প্ল্যাটফর্মে আমরা মূলত পিছিয়ে পড়া জনগণের গল্পগুলো তুলে আনার চেষ্টা করি।

তিনি আরও বলেন, এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা সৃজনশীলতার বিকাশ ঘটায়, যা আমাদের ভবিষ্যৎ সাংবাদিকতায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উৎসবের প্রথম দিনে ছিল চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনাসভা। এদিন চলচ্চিত্র নির্মাণের নানা দিক নিয়ে চ্যানেল-২৪ এর সাংবাদিক আশ্বাস এম এ চৌধুরী এবং স্টুডিও ইয়েলো সামথিং লিমিটেডের চলচ্চিত্র পরিচালক রাকা নওশিন নওয়ার আলোচনা করেন। আলোচনায় সামাজিক সচেতনতা, চলচ্চিত্রের মাধ্যমে প্রান্তিক জনগণের দুর্ভোগের সঠিক চিত্র তুলে ধরা এবং সুন্দর সমাজ বিনির্মাণে চলচ্চিত্রের ভূমিকা উঠে আসে।

দ্বিতীয় দিনে, সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক এবং ফেস্টিভ্যালের আহ্বায়ক ড. আব্দুল কাবিল খান জামিলের সঞ্চালনায় ইউএনডিপি বাংলাদেশের সমন্বয়ে একটি আলোচনা অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন, ইউএনডিপি বাংলাদেশের যোগাযোগ বিভাগের প্রধান মো. আব্দুল কাইয়ূম, ইউএনডিপির প্রোগ্রাম স্পেশালিস্ট আরিফ মোহাম্মদ ফয়সাল, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহফুজা পারভীন এবং ইনিশিয়েটিভ ফর কোস্টাল ডেভেলপমেন্টের (আইসিডি) প্রতিষ্ঠাতা আশিকুজ্জামান। আলোচনা সভায় জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাব নিয়ে আলোচনা করা হয়। বিশেষভাবে কয়রা অঞ্চলের মানুষের দুর্ভোগ তুলে ধরা হয়।

এছাড়াও দ্বিতীয় দিনে পুরস্কৃত হন এক মিনিট ক্যাটাগরির চলচ্চিত্রের বিজয়ীরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের উপদেষ্টা এবং দৈনিক আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক ড. গোলাম রহমান। তিনি বলেন, পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জনের পাশাপাশি চলচ্চিত্রের মাধ্যমে আমাদের প্রান্তিক জনগণের সমস্যা ও সংস্কৃতিকে তুলে ধরতে হবে।

উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে, “ঘুমপরী” সিনেমার অভিনেত্রী তানজিন তিশা, পরিচালক জাহিদ প্রীতম, চরকির সিইও রেদোয়ান রনি এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তারা সিনেমার গল্প এবং নির্মাণ প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। এছাড়া এদিন ফেস্টিভ্যালের অন্যান্য ক্যাটাগরির বিজয়ীদেরও ঘোষণা করা হয়। 

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কালচারাল ক্লাবের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠানের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা।

এই আয়োজনকে সফল করতে স্টার সিনেপ্লেক্স, কাজি অ্যান্ড কাজি টি, ওয়ান্ডারওয়ে ট্রাভেলস, এক্সপার্ট কম্পিট ডিভাইস কেয়ার, জেসিআই বরিশাল, লিলি বেলি, প্রথম আলো ডটকম, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফিল্ম সোসাইটি ও অস্ট্রেলিয়ার সুইনবার্ন ইউনিভার্সিটি অব টেকনোলজি পার্টনার হিসেবে যুক্ত ছিল।

/এমকেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিজয়নগরে সড়কে বসে পড়েছেন শ্রমিকরা, কাকরাইল-গুলিস্তানে যান চলাচল বন্ধ
বিজয়নগরে সড়কে বসে পড়েছেন শ্রমিকরা, কাকরাইল-গুলিস্তানে যান চলাচল বন্ধ
শেখ মুজিবের ছবি সরানো হোক: অলি আহমদ
শেখ মুজিবের ছবি সরানো হোক: অলি আহমদ
কোনও দলের নাম বা মার্কা দেখে ভোট দেবেন না: সারজিস আলম
কোনও দলের নাম বা মার্কা দেখে ভোট দেবেন না: সারজিস আলম
রোহিঙ্গাদের জন্য ৯৪ কোটি ডলার সহায়তার আবেদন জাতিসংঘের
রোহিঙ্গাদের জন্য ৯৪ কোটি ডলার সহায়তার আবেদন জাতিসংঘের
সর্বাধিক পঠিত
দুর্নীতিবাজ কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
দুর্নীতিবাজ কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
ব্যাংক বন্ধ হলে আমানতকারী ফেরত পাবেন সর্বোচ্চ ২ লাখ টাকা
ব্যাংক বন্ধ হলে আমানতকারী ফেরত পাবেন সর্বোচ্চ ২ লাখ টাকা
কুড়িগ্রাম থেকে সাঁতরে চাঁদপুর, লক্ষ্য বঙ্গোপসাগর ছোঁয়া
কুড়িগ্রাম থেকে সাঁতরে চাঁদপুর, লক্ষ্য বঙ্গোপসাগর ছোঁয়া
কর্মচারীর বাসায় আত্মগোপনে ছিলেন সাবেক এমপি, ভারতে পালাতে মোটা অঙ্কের চুক্তি
কর্মচারীর বাসায় আত্মগোপনে ছিলেন সাবেক এমপি, ভারতে পালাতে মোটা অঙ্কের চুক্তি
ব্যারিস্টার ফুয়াদ গ্রেফতারের খবর ভুয়া: এবি পার্টির চেয়ারম্যান
ব্যারিস্টার ফুয়াদ গ্রেফতারের খবর ভুয়া: এবি পার্টির চেয়ারম্যান