X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে ভাষাগত দক্ষতা বিষয়ক সেমিনার

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৫ ডিসেম্বর ২০১৯, ২২:২৩আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ২২:২৬

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে ভাষাগত দক্ষতা বিষয়ক সেমিনার চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে হয়ে গেল ইংরেজি ভাষায় দক্ষতা বিষয়ক সেমিনার। সিআইইউ ক্যাম্পাসের অডিটোরিয়ামে ইংরেজি বিভাগ এই সেমিনারের আয়োজন করে। এতে বিভাগের সব শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

‘ইংলিশ স্টাডিজ অ্যান্ড প্রফেশনাল ডাইভারসিটি’ শীর্ষক সেমিনারে ইংরেজি কেনও শিখবো, কেনওই বা আন্তর্জাতিক পরিমণ্ডলে এখন এই ভাষার কদর বাড়ছে দিন আর রাতের মতো, লজ্জা-শরম ভুলে নিজেকে উপস্থাপন করার উপায় কি?- এমন নানা বিষয়ে আলোকপাত করা হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে আইসিডিডিআরবির মানবসম্পদ শাখার ম্যানেজার মো. জহিরুল ইসলাম ইংরেজি শেখার নানান কৌশল তুলে ধরে বলেন, আমাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ইংরেজি ভাষার ভীতি দূর করতে হবে।

তিনি আরও বলেন, বেশ কিছু কৌশল রপ্ত করা গেলে যে কেউ এই ভাষায় পারদর্শীতা অর্জন করতে পারেন। প্রতিদিন কিছু না কিছু লেখা, নতুন নতুন শব্দ নোটবুকে টুকে রাখা, ইংরেজি ম্যাগাজিন পড়া, বক্তব্য শোনাসহ বিভিন্ন বিষয়ে আগ্রহ সৃষ্টি করতে হবে।

কোথায় নেই ইংরেজি? মো. জহিরুল ইসলাম শিক্ষার্থীদের কাছে জানতে চেয়ে বলেন, বিশ্ব এখন প্রতিনিয়ত নতুনভাবে নিজেকে প্রস্তুত করছে। কর্পোরেট দুনিয়ায় নিজের আত্মবিশ্বাস বাড়াতে হবে। তাই এই ভাষার আদ্যোপান্ত জানার এখনই সময়।

ইংরেজি বিভাগের প্রধান সার্মেন রড্রিক্স এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধান অতিথি সিআইইউর স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এর ডিন অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ।

অনুষ্ঠান আয়োজনের বিষয়ে জানতে চাইলে কর্ডিনেটর ও ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক কাজী মো. সাইফুল আসপিয়া বলেন, ইংরেজি শেখার জন্য প্রচুর অনুশীলন করতে হবে। এই ধরণের আয়োজন শিক্ষার্থীদের মনোভীতি দূর করে তাদেরকে প্রচুর আত্মবিশ্বাসী করে গড়ে তুলবে বলে আমার বিশ্বাস। 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!