X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কর্মহীন ও অসহায়দের পাশে শাবির সাবেক শিক্ষার্থীরা

শাবি প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২০, ১৯:১৪আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ১৯:১৬
image

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) করোনা সংক্রমণ রোধে ইতোমধ্যে অঘোষিত লকডাউন চলছে পুরো দেশে। এমন পরিস্থিতিতে বিপদে পড়ছেন স্বল্প আয়ের মানুষজন, ছিন্নমূল জনগোষ্ঠী, গরীব ও খেটে খাওয়া মানুষেরা।  করোনা সঙ্কটে কর্মহীন প্রান্তিক ও বিপদগ্রস্থ এ জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।
‘করোনা ২০১৯ ভিকটিমদের পাশে আমরা’ শিরোনামে তারা এ পর্যন্ত ১৭ জন শাবি শিক্ষার্থীকে নগদ সহায়তা ও ১ হাজার ৬৫টি পরিবারকে একটি প্যাকেজে সহায়তা প্রদান করেছেন। প্যাকেজের মধ্যে রয়েছে- চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, চিনি, লবণ, সাবান, হলুদ ও মরিচের গুঁড়া। 
জানা যায়, এ সহযোগিতার অংশ হিসেবে সিলেট জেলায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং তার পার্শ্ববর্তী এলাকা, নওগাঁর পোরশা উপজেলা, কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলা, ময়মনসিংহ সদরের চর নির্লক্ষিয়া ও ঈশ্বরগঞ্জ, নরসিংদির পলাশ, ঢাকার আগারগাঁও এবং মিরপুর কাজীপাড়াতে কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
এছাড়া চলতি ও আগামী সপ্তাহে মানিকগঞ্জের মনোরা,  চাঁপাইনবাবগঞ্জের নাচোল,  টাংগাইলের কালিহাতি,  ময়মনসিংহের গৌরীপুর,  জয়পুরহাটের আক্কেলপুর,  দিনাজপুরের সাঁওতাল পল্লী, লালমনিরহাট সদর, সুনামগঞ্জের বাদাঘাট ও ভিমখালি এবং ব্রাহ্মণবাড়িয়ার চর ইসলামপুরে এ কার্যক্রম চালানো হবে বলে জানা যায়।
সোমবার (১৩ এপ্রিল) নাম প্রকাশে অনিচ্ছুক উদ্যোগটির প্রধান সমন্বয়ক জানান, ‘আমরা সাস্টিয়ান ও নন সাস্টিয়ান বিভিন্ন শিক্ষার্থীদের কাছ থেকে টাকা উত্তোলন করেছি। এর মাধ্যমে আমরা দেশের বিভিন্ন জেলায় স্থানীয় প্রশাসন ও সাস্টিয়ান স্বেচ্ছাসেবকদের মাধ্যমে ঐ এলাকার প্রান্তিক জনগোষ্ঠীদের সহায়তা করার চেষ্টা করছি। মূলত সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বাড়ি বাড়ি গিয়ে ও সামাজিক সম্মান বজায় রেখে আমরা তাদের সাহায্য করে যাচ্ছি। যার সার্বিক তত্ত্বাবধায়নে আছে শাবির সাবেক শিক্ষার্থীদের সংগঠন সাস্ট ক্লাব লিমিটেড।’
তিনি আরও বলেন, ‘করোনা সঙ্কটে অসহায় মানুষদের পাশে থাকতে যার যার সামর্থ্য অনুযায়ী সকলের সাহায্য করা উচিৎ। আমাদের সম্মিলিত প্রচেষ্টার অংশ হতে যে কেউ অনলাইনে (https://bit.ly/sustian-covid19) বিস্তারিত জানতে ও অনুদান প্রদান করতে পারবেন। এছাড়া ব্যাংক, বিকাশ, রকেট ও নগদের মাধ্যমেও অনুদান দেয়া যাবে। শুধু সাস্টিয়ান নয়, বরং দেশ-বিদেশের যেকোনও প্রান্ত থেকে যে কেউ অনুদান পাঠাতে পারবেন।’

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ