X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

এমাইটি’র গ্লোবাল কমিউনিটি বায়োসামিটে প্রতিনিধিত্ব করবেন শাবির ইউশা আরাফ

শাবি প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২০, ০১:০৫আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ০১:০৮

মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম গবেষণা বিশ্ববিদ্যালয় ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি (এমআইটি) এর মিডিয়া ল্যাব কর্তৃক আয়োজিত ‘গ্লোবাল কমিউনিটি বায়োসামিট ৪.০’ এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের শিক্ষার্থী ইউশা আরাফ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকালে এ তথ্য নিশ্চিত করেন শাবিপ্রবির জিইবি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ইউশা আরাফ নিজেই। 

এমাইটি’র গ্লোবাল কমিউনিটি বায়োসামিটে প্রতিনিধিত্ব করবেন শাবির ইউশা আরাফ

তিনি জানান, আগামী ৯ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত অনলাইনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। জীববিজ্ঞানের সর্বপ্রসিদ্ধ বৈশ্বিক এ সম্মেলনে পৃথিবীর বিখ্যাত সব বিজ্ঞানী, উদ্যোক্তারা অংশগ্রহণ করবেন। পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বায়ো কমিউনিটি লিডার, বায়ো হ্যাকারসহ জীববিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রের অবিস্মরণীয় অবদান রাখা তরুণ লিডারদের নিয়ে অনলাইনে এ বায়োসামিটের আয়োজন করা হয়েছে। 

‘জীববিজ্ঞানের প্রতি ভালোবাসাই বৈশ্বয়িক এ প্রসিদ্ধ সম্মেলনে অংশ্রগ্রহণের সুযোগ করে দিয়েছে’ উল্লেখ করে ইউশা আরাফ জানান, ২০১৭ সাল থেকেই বাংলাদেশে জীবপ্রযুক্তির শিক্ষার্থীদের জন্য ‘কমিউনিটি অব বায়োটেকনোলজি’ থেকে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিখ্যাত জীববিজ্ঞানী, বায়োটেক উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে বাংলাদেশের জীবপ্রযুক্তির শিক্ষার্থীদের জন্য নানাবিধ সুযোগও তৈরি করেছেন। বিশ্ববিখ্যাত বায়োটক কোম্পানি ‘এডজিন’ এর সাথে দীর্ঘসময়ের পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘গ্লোবাল বায়োসামিটে আমি বিশ্বের বিভিন্ন বায়ো কমিউনিটি লিডারদের সাথে পরিচিত হতে পারব এবং ভবিষ্যতে তাদের সাথে এক হয়ে কাজ করার একটা সুযোগ সৃষ্টি হবে।’

ইউশা আরাফ বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের কোভিড রিসার্চ সেলে গবেষণা সহযোগী হিসেবে কাজ করছেন। এছাড়া ইতোমধ্যে জীববিজ্ঞান নিয়ে আন্তর্জাতিক জার্নালে তার ১৫টিরও বেশি বৈজ্ঞানিক নিবন্ধ  প্রকাশিত হয়েছে। 

উল্লেখ্য, ইউশা আরাফ বাংলাদেশের ‘কমিউনিটি অব বায়োটেকনোলজির’ প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠানটি জীবজ্ঞানের শিক্ষার্থীদের জন্য কর্মশালা, প্রশিক্ষণ, পরামর্শ এবং গবেষণার সুযোগ সরবরাহ করে। পাশাপাশি বাংলাদশের ‘এক্স জিনোমিক্স’ এর সহ-প্রতিষ্ঠাতা। এক্স জিনোমিক্সের উদ্যোগেই উন্নত গবেষণা ও ক্লিনিক্যাল ডায়াগনোসিসের জন্য সিকুয়েন্সিং প্রযুক্তির একটি বায়োইনফরমেটিকাল প্ল্যাটফরম তৈরি হয়েছে যা জিনোমিক্স ও বায়োইনফরমেটিক্সকে জিনোমিক রিসার্চ প্রজেক্টের সাথে একীভূতকরণের মাধ্যমে গবেষকদের সহায়তা প্রদান করে থাকে। এছাড়াও তিনি ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কম্পিউটেশনাল বায়োলজি এর রিজিওনাল স্টুডেন্ট গ্রুপ বাংলাদেশের সেক্রেটারি এবং শাবিপ্রবির সায়েন্স এরেনা এর মহাপরিচালক হিসেবেও কাজ করছেন তিনি। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!