X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

৫৫ বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চবি প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২০, ১৭:১৯আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ১৭:২৩

দেশের অন্যতম বৃহৎ গবেষণা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৬৬ সালের ১৮ নভেম্বর যাত্রা শুরু করে ৫৫ বছরে পা রাখল শাটল ট্রেন ও পাহাড়ি ক্যাম্পাসের এই বিশ্ববিদ্যালয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
বুধবার (১৮ নভেম্বর) এ উপলক্ষে ঘরোয়া পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আয়োজন করেছে কর্তৃপক্ষ। র‍্যালি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও কেক কাটার মধ্য দিয়ে এই আয়োজন অনুষ্ঠিত হয়। এছাড়াও ‘দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সূচক উন্নীতকরণে করণীয়’ শীর্ষক সেমিনারেরও আয়োজন করা হয়েছে। প্রতি বছর এভাবেই ঘরোয়া পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে থাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু স্বাভাবিক সময়ে এদিনে ক্যাম্পাসে সাজ সাজ রব থাকলেও, কোভিড-১৯ ভাইরাসের কারণে এ বছর প্রতিষ্ঠাবার্ষিকীতেও একেবারে রঙহীন পুরো ক্যাম্পাস।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১৯৬৬ সালের ১৮ নভেম্বর চট্টগ্রাম শহর থেকে ২২ কিলোমিটার উত্তরে হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের জোবরা গ্রামে প্রতিষ্ঠিত হয়। পাহাড়ি ও সমতল ভূমি মিলিয়ে ১৭৫৩.৮৮ একর ভূমিতে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় আয়তনে দেশের সর্ববৃহৎ ক্যাম্পাসের মর্যাদা পেয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠাকালে মাত্র ৮ জন শিক্ষক, একটি অনুষদে বাংলা, ইংরেজি, ইতিহাস ও অর্থনীতি- এই চার বিভাগ নিয়ে যাত্রা শুরু করেছিল চবি। তখন শিক্ষার্থী ছিল মাত্র ২০৪ জন। যা বর্তমানে ৯টি অনুষদের অধীনে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউটের মাধ্যমে বিশাল কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে। বর্তমানে ২৩ হাজার ৫৫৪ জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ১৭টি ডিগ্রি অর্জনে অধ্যয়ন করছেন। যাদের পাঠদানে নিয়োজিত রয়েছেন ৯২০ জন শিক্ষক।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শিরিণ আখতার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে আমাদের অনেক স্বপ্ন। অনেক আশা রয়েছে আমাদের। একে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য গবেষণা কাজ বৃদ্ধি করতে হবে। আর সে লক্ষ্যে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমরা বিশ্ববিদ্যালয়কে উন্নতির শিখরে নিয়ে যেতে চাই। যেন আমরা বলতে পারি আমাদের বিশ্ববিদ্যালয় সবার কল্যাণে এগিয়ে যাচ্ছে।’

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী