X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

গাউসিয়া: নারীদের জন্য এখনও নিরাপদ নয়!

উদিসা ইসলাম
২৬ জুন ২০১৬, ১৬:২৫আপডেট : ২৬ জুন ২০১৬, ১৬:৪১

ঈদের বাজারে প্রচণ্ড ভিড় শুক্রবার বিকেল সাড়ে ৩টা। চাঁদনী চক মার্কেটে ঢোকার মুখ, পাশের এলাকার কোথাও তিল ধারনের ঠাঁই নাই। মার্কেটে ঢোকার মুখে মেয়েদের ভয়ার্ত চেহারা। কেউ ব্যাগটাকে বুকের সামনে আগলে ধরেছেন, কেউবা সঙ্গে আসা পুরুষ সদস্যকে সামনে বা পেছনে রেখে এগিয়ে যাচ্ছেন।একইভাবে সামনে-পেছনে পরিবারের পুরুষ সদস্যদের ধরে মার্কেট থেকে বেরিয়ে এসে রায়না হাউমাউ করে কেঁদে উঠলেন-‘এ কী সভ্য সমাজের কাজ? আমাকে কেন ভাইদের প্রটেকশনে মার্কেটে ঢুকতে বা বের হতে হবে?’
একটু এগিয়ে তার বলা পথে ঢুকে দেখা গেলো বখাটেদের পাশাপাশি দোকানে যেসব সিজনাল কর্মচারী তারাও যোগ দিয়েছেন। দোকানের পাশ দিয়ে কোনও নারী যাওয়ার সময় তাদের দোকানে ঢু না দিলেই ছুড়ছেন কটু মন্তব্য, এমনকি গালাগালিও।কিন্তু কেউই প্রতিবাদ করছেন না। কোনও মতে প্রয়োজনের কাপড়টা নিয়ে বাজার এলাকা ছাড়তে পারলেই যেন হয়।
সরেজমিনে এই অভিজ্ঞতার সঙ্গে মিলে যায় ফেসবুক পেজ ‘মেয়ে’তে উল্লেখ করা অভিজ্ঞতা। পোস্টে নাম প্রকাশ না করে লেখা হয়, ‘আজ  ঈদের শপিং করতে গেছিলাম গাউসিয়া মার্কেটে। গাউসিয়ার এসি মার্কেটে প্রবেশের গলিতে এক ব্যাগের দোকানের সামনে দাঁড়িয়ে ব্যাগ নিয়ে দরদাম করছিলাম। এমন সময় উল্টো পাশের দোকানের দোকানদার (সম্ভবত) দুইটা ছেলের হাসির শব্দ শুনতে পাই।...তারা কী সব বলছিল এবং জোরে জোরে হাসছিল। আমি অবজার্ভ করে বুঝলাম তারা সেই গলি দিয়ে যাতায়াতকারী মেয়েদের নিয়ে কিছু বলছে এবং হাসছে।...অবাক হলাম কোনও মেয়ে সেগুলোর প্রতিবাদ করছেন না দেখে।’
তিনি আরও উল্লেখ করেছেন, ‘আমি ব্যাগ রেখে তাদের সঙ্গে কথা বলতে যাবো, এমন সময় দুইটা মেয়ে তাদের পাশ দিয়ে যাবার সময় হঠাৎ করে একটা ছেলে রাস্তায় নেমে দুইজনের মাঝে একজন মেয়ের পায়ে পা বাধিয়ে মেয়েটাকে ফেলার চেষ্টা করে এবং জাপটে ধরে। মেয়েটা সব বুঝেও কড়া প্রতিবাদ না করে শুধু নিচু গলায় দুই তিনটা গালি দিয়ে চোখে পানি নিয়ে হেঁটে চলে গেলেন...ছেলেটা জোরে জোরে গলির সবাইকে শুনিয়ে বলতে লাগলো ‘রোজায় এই গলিতে সবাই ধাক্কা খেতে আসে। তাই আমিও ধাক্কা দিলাম।’

গত দেড়দশক ধরে যেকোনও উৎসবে এই একই গল্প শোনা যায় গাউসিয়া এলাকা নিয়ে। নারী হয়রানি বন্ধে এতো আইন, এতো রকমের সচেতনতামূলক প্রকল্প কোনও পরিবর্তন ঘটাতে পারেনি। সমাজ গবেষকরা বলছেন, রাষ্ট্রের প্রচ্ছন্ন একটা অবহেলা আছে। তারা যেন দেখেও না দেখার ভান করে এধরনের বিষয়গুলো। ফলে পুলিশ কন্ট্রোলরুম খোলার মধ্যেই দায়িত্ব পালন সীমাবদ্ধ হয়ে পড়ে।তারা বলছেন, পুলিশের কাছে অভিযোগ গেলে যেমন ব্যবস্থা নেবে, পুলিশ নিজেওতো পর্যবেক্ষণ করবে আশেপাশের পরিবেশ। তা না হলে এধরনের কাজ করা থেকে বিকৃত মানসিকতার মানুষগুলোর পরিবর্তন আসবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক জোবাইদা নাসরিন বলেন, একটা হলো নারীর নিরাপত্তা বিষয়টাকে গুরুত্ব না দেওয়ার প্রবণতা। আর এগুলো ঘটনা বিশেষে আলোচনা হলেও রাষ্ট্রের নীতিতে নেই। তাই জামার দাম কমবেশি নিয়ে কমিটি আছে,টিকিটের দাম ঠিক নিচ্ছে কিনা সেটা নিয়ে কমিটি আছে, কিন্তু মার্কেটে নারী হয়রানি হচ্ছে কিনা সেটা নিয়ে কোনও ভ্রাম্যমাণ আদালতকে মাঠে দেখা যায় না।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওখানে আমাদের কন্ট্রোল রুম আছে, টহল পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে, নারী পুলিশও দেওয়া আছে। আমরা এমন অভিযোগ এখনও পাইনি।’ তাকে সুনির্দিষ্ট অভিযোগ ও স্থান জানানো হলে তিনি বলেন, ‘যারা হয়রানির শিকার হচ্ছেন, তাদের বলে দেন আমাদের পুলিশ সদস্যরা আছেন, তাদের কাছে গিয়ে সাহায্য নিতে।’

এপিএইচ/

আরও পড়ুন:

‘গণমাধ্যমে অনেক কিছু প্রচার হয়, সবকিছু সত্য নয়, আবার মিথ্যাও নয়’
রোজায় ১৮ জেলায় পৌঁছায়নি টিসিবি’র পণ্য, প্রধান বাধা পরিবহন খরচ

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী