X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

কে এই রাজীব গান্ধী?

আমানুর রহমান রনি
২০ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৪৩আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৬, ২৩:৪৫

রাজীব গান্ধী

নব্য জেএমবি’র হামলা ও নাশকতায় দক্ষ জঙ্গি সরবরাহ করাই তার মূল দায়িত্ব। তার আগে জঙ্গিদের প্রশিক্ষণ ও বাসস্থানও নিশ্চিত করে সে। সংগঠনে তার নাম রাজীব গান্ধী, ওরফে সুভাষ গান্ধী, ওরফে গান্ধী, ওরফে শান্ত ওরফে আদিল। গুলশান ও শোলাকিয়া হামলায় তিন জঙ্গিকে সে উত্তরাঞ্চল থেকে পাঠিয়েছিল। পুলিশ তাকে গ্রেফতারে হন্য হয়ে খুঁজছে।তার আসল পরিচয় কী? তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, সে বাংলাদেশের উত্তারাঞ্চলে থাকতে পারে।

কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, ‘রাজীব গান্ধী ওরফে সুভাষ গান্ধী ওরফে গান্ধী ওরফে আদিল ওরফে শান্ত নব্য জেএমবি’র উত্তরবঙ্গের কমান্ডার ছিল। গুলশান ও শোলাকিয়ার হামলায় সে সন্ত্রাসী পাঠিয়েছিল। যখন কোনও হামলায় দক্ষ সন্ত্রাসীর প্রয়োজন হয়, তখন সে তা সরবরাহ করে।’

তিনি বলেন, ‘গুলশানে দুজন এবং শোলাকিয়ায় একজন সন্ত্রাসী পাঠিয়েছিল এই গান্ধী। সে উত্তরাঞ্চলের কোথাও আত্মগোপন করে আছে বলে ধারণা করছি।’

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর একের পর এক অভিযানে জেএমবির কমান্ডার গ্রেফতার ও নিহত হওয়ার পর রাজীব গান্ধীর ওপরে ঢাকায় হামলা চালানোর দায়িত্ব আসে। গুলশান হামলার আগে একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনেও রাজীব গান্ধীর কথা বলা হয়েছিল।

গত ২৭ জুন দেওয়া ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, উত্তরাঞ্চলের জঙ্গি অধ্যুষিত জেলায় পুলিশের টানা অভিযানে জেএমবির সদস্যরা ওই অঞ্চল ছাড়তে বাধ্য হয়। এসময় একটি গ্রুপ ঢাকা, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলে আশ্রয় নেয়।এই গ্রুপের দলনেতা রাজীব গান্ধী ওরফে শান্ত ওরফে সুভাষ ওরফে আদিল।

গুলশান ও শোলাকিয়ার হামলা মামলার তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন,‘নুরুল ইসলাম মারজান জেএমবির সর্বকনিষ্ঠ কমান্ডার। বয়সে ছোট হলেও সংগঠনে তার আধিপত্য রয়েছে। সে সদস্য সংগ্রহ করে থাকে। অপরদিকে রাজীব গান্ধী সদস্যদের প্রশিক্ষণ দিয়ে থাকে। হামলার আগে সে নির্ধারণ করে দেয় কোন কোন প্রশিক্ষিত জঙ্গি অংশ নেবে। সে প্রশিক্ষিতদের সরবরাহ করে থাকে।’

রাজীব গান্ধী আর নুরুল ইসলাম মারজান দেশেই আছে বলে জানিয়েছেন মনিরুল ইসলাম। তিনি বলেন, ‘তারা হয়তো উত্তরাঞ্চলের কোথাও লুকিয়ে আছে। আমরা তাদের গ্রেফতারে চেষ্টা করছি।’

/এআরআর/ এপিএইচ/

আরও পড়ুন:

বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগাবে কমনওয়েলথ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি তৈরি পোশাকে শুল্কমুক্ত সুবিধা চাইলেন প্রধানমন্ত্রী

আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড পেলেন সজীব ওয়াজেদ জয়

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়
অবশেষে মোংলায় ঝরলো কাঙ্ক্ষিত বৃষ্টি
অবশেষে মোংলায় ঝরলো কাঙ্ক্ষিত বৃষ্টি
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ