X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

প্রার্থিতা প্রত্যাহার না করায় এলডিপি ও কল্যাণ পার্টির প্রার্থী বহিষ্কার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৬, ১৮:৩৪আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ১৮:৫৭

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার না করায় দুই মেয়রপ্রার্থীকে দল থেকে বহিষ্কার করেছে ২০ দলীয় জোটের  শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও কল্যাণ পার্টি। বিষয়টি নির্বাচন কমিশনকেও লিখিতভাবে চিঠি দিয়ে জানাবে দল দু’টি। সোমবার বিকালে কাওরান বাজারে এলডিপি কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ও এলডিপি‘র সাধারণ সম্পাদক রেদোয়ান আহমেদ নিজ নিজ দলের পক্ষে এই সিদ্ধান্তের কথা জানান।

সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন,  ‘দেশবাসী ও নারায়ণগঞ্জবাসীকে আমরা জানাতে চাই, আমাদের দলের প্রার্থী সাংগঠনিক সম্পাদক রাশেদ ফেরদৌসকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ২০ দলীয় জোটের প্রার্থী হচ্ছেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। আমরা সবাই একযোগে তার জন্য মাঠে নামব। এ নিয়ে কোনও ভুল বোঝাবুঝির অবকাশ নেই।’

এদিকে রেদোয়ান আহমেদ বলেন, ‘বারবার নির্দেশ দেওয়ার পরও আমাদের দলের মেয়র প্রার্থী কামাল প্রধান প্রার্থিতা প্রত্যাহার করেননি।  তিনি প্রতীকও বরাদ্দ নিয়েছেন। এ কারণে আমরা তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি।’

কেন মেয়র প্রার্থী নিয়ে জোটের এই জটিলতা দেখা দিয়েছে- জানতে চাইলে সৈয়দ ইবরাহিম বলেন, ‘সন্দেহ সৃষ্টি হয়েছে এই নির্বাচন নিয়ে। আমাদের প্রার্থী দল থেকে প্রার্থী হন। পরে জোট নেত্রী খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের পর আমরা জোটের প্রার্থী হিসেবে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে সমর্থন দেই। কিন্তু পরে যোগাযোগের পরও আমাদের প্রার্থী রাশেদ ফেরদৌস নির্দেশ অমান্য করে প্রার্থিতা প্রত্যাহার করেননি। এ জন্য তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি। ’

সংবাদ সম্মেলনে কল্যাণ পার্টির মহাসচিব এমএম আমিনুর রহমান, এলডিপির যুগ্ম মহাসচিব সাহাদাত হোসেন সেলিম, তমিজউদ্দিন টিটো উপস্থিত ছিলেন।

/এসটিএস/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
তাপপ্রবাহে বিক্রি হচ্ছিলো ‘নকল স্যালাইন’, এ রকম ঘটনার তথ্য চাইলেন হারুন
তাপপ্রবাহে বিক্রি হচ্ছিলো ‘নকল স্যালাইন’, এ রকম ঘটনার তথ্য চাইলেন হারুন
বাংলাদেশের গ্রুপে স্কটল্যান্ড
নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপবাংলাদেশের গ্রুপে স্কটল্যান্ড
উঠলো অভিযোগ, তবু অন্তর্জালে ‘মা লো মা’ ঝড়!
উঠলো অভিযোগ, তবু অন্তর্জালে ‘মা লো মা’ ঝড়!
বার্জার ট্রেনিং ইনস্টিটিউটে ‘পেইন্টিং ফর কনস্ট্রাকশন’ শর্ট কোর্সের উদ্বোধনী ক্লাস
বার্জার ট্রেনিং ইনস্টিটিউটে ‘পেইন্টিং ফর কনস্ট্রাকশন’ শর্ট কোর্সের উদ্বোধনী ক্লাস
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ