X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

সামদাদো রেস্টুরেন্ট সাময়িক বন্ধ, ৬ জনকে জিজ্ঞাসাবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০১৬, ১৯:২৫আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৬, ২০:২৭

সামদাদো রেস্টুরেন্ট থেকে প্রথমে ফোন করে শাকিলের গাড়িচালককে মৃত্যু সংবাদ জানানো হয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মৃত্যুর ঘটনায় রাজধানীর গুলশান দুই নম্বরে সামদাদো নামের একটি জাপানি রেস্তোরাঁ সাময়িক বন্ধ করে দিয়েছে পুলিশ। আর এ ঘটনায় রেস্টুরেন্টের ম্যানেজারসহ ছয় জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় রেস্টুরেন্টটি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।

গুলশান থানার ইন্সপেক্টর (তদন্ত) সালাউদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সাময়িকভাবে সামদাদো রেস্টুরেন্টটি বন্ধ রেখেছি। লোকজন বের হওয়ার পর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পুলিশ রেস্টুরেন্টটির নিয়ন্ত্রণ নেয়।’

এ ঘটনায় রেস্টুরেন্টের ম্যানেজার বাবলুসহ ছয় ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মঙ্গলবার বিকেলে ঘটনার পর থেকে গুলশানের সামদাদো রেস্টুরেন্টের কর্মচারীসহ ছয়জনের কাছে শাকিলের মৃত্যুর বিষয়ে জানার চেষ্টা করছে পুলিশ।

মাহবুবুল হক শাকিলের মৃতদেহ বারডেমে নিয়ে যাওয়া হচ্ছে
ঢাকা মহানগর পুলিশের কূটনৈতিক জোনের উপ-কমিশনার জসিম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখনও কাউকে আটক দেখানো হয়নি। আমরা ঘটনাস্থলেই আছি। শাকিলের মৃত্যুর বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর গুলশান দুই নম্বরের জাপানি রেস্তোরাঁ সামদাদোয় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে সেখানেই একজন চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাহবুবুল হক শাকিলের  মৃত্যু সংবাদ শুনে ছুটে আসেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম
তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হওয়া শাকিলের কয়েকজন রাজনৈতিক সহকর্মী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বেলা ১২টার দিকে হোটেল কর্তৃপক্ষ জানতে পারে দ্বিতীয় তলায় শাকিল অচেতন অবস্থায় পড়ে আছে। পরে ড্রাইভার হেলালকে ফোন দিলে তিনি তার আত্মীয়স্বজনকে বিষয়টি জানান। আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় গিয়ে দেখি, শাকিল একটি কম্বল গায়ে দেওয়া অবস্থায় শোয়া আছে। পরে আরও লোকজন এবং একজন ডাক্তারকে খবর দেওয়া হয়। ডাক্তার উপস্থিত হয়ে সেখানেই পরীক্ষা-নিরীক্ষা করে শাকিলকে মৃত ঘোষণা করেন।’

শাকিলের মৃত্যু সংবাদ পেয়ে ছুটে আসেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক
তারা বাংলা ট্রিবিউনকে আরও বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি শাকিল স্ট্রোক করেছিলেন।’

ছবি: নাসিরুল ইসলাম

/পিএইচসি/এসএনএইচ/এএআর /

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রেন ছাড়ছে না সময়মতো, যাত্রীদের ভোগান্তি
ট্রেন ছাড়ছে না সময়মতো, যাত্রীদের ভোগান্তি
সুন্দরবনে ২২ বছরে ৩২ বার আগুন, তদন্ত হলেও সমাধান নেই
সুন্দরবনে ২২ বছরে ৩২ বার আগুন, তদন্ত হলেও সমাধান নেই
বাজেটে প্রতিবন্ধীদের মাসিক ভাতা ৫ হাজার করাসহ ১১ দাবি
বাজেটে প্রতিবন্ধীদের মাসিক ভাতা ৫ হাজার করাসহ ১১ দাবি
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি