X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

পোলিং এজেন্ট বঞ্চিত সাখাওয়াত!

সালমান তারেক শাকিল ও তানভীর হোসেন, নারায়ণগঞ্জ থেকে
২২ ডিসেম্বর ২০১৬, ১১:৫৫আপডেট : ২২ ডিসেম্বর ২০১৬, ১১:৫৫

ভোটকেন্দ্রে সাখাওয়াত হোসেন খান সকাল সোয়া ৮টা। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ৮৩ নম্বর কেন্দ্র নারায়ণগঞ্জ আদর্শ স্কুল। নগরীর মাসদাইর এলাকায় ইসলামিক সোসাইটি অব নারায়ণগঞ্জ পরিচালিত এই প্রতিষ্ঠানের সামনে এসে দাঁড়ান জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। উপস্থিত সংবাদকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘সকালে বেরুলাম। বন্দরে তো পোলিং এজেন্ট নেই।’ একই কথা বলেন নগর বিএনপির সেক্রেটারি এটিএম কামালও। বাংলা ট্রিবিউনকে বিএনপির এই নেতা জানালেন, ‘বন্দর এলাকায় অনেক সেন্টারে পোলিং এজেন্ট উপস্থিতি কম। দুয়েকটা কেন্দ্রে অনুপস্থিত আছেন। এই অনুপস্থিতিগুলো এডজাস্ট করার চেষ্টা করছি।’

বিষয়টি নিয়ে বিএনপির স্থানীয় কয়েকজন নেতার সঙ্গে কথা হলে তারা বাংলা ট্রিবিউনকে জানান, নির্বাচনের আগের রাতে ১২টার পরও অনেক পোলিং এজেন্টকে নিয়োগ দেওয়া হয়নি। বিএনপির দলীয় প্রার্থী সাখাওয়াত হোসেন খান এ বিষয়টি যাদের সমন্বয়ের দায়িত্ব দিয়েছেন, তারা কোনও উদ্যোগ নেননি।  

জানতে চাইলে নাসিক নির্বাচনে কেন্দ্রীয়ভাবে গঠিত বিএনপির সমন্বয়ক স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুয়েকটা স্থানে এজেন্ট নেই, এটি শুনেছি। আমরা প্রত্যেকটি ওয়ার্ডেই দায়িত্বশীল ব্যক্তিদের কাজ দিয়েছিলাম। এখন সমন্বয় হয়ে যাবে, আশা করি।’

পোলিং এজেন্ট ঢুকতে না দেওয়ার অভিযোগ

নগর বিএনপির সেক্রেটারি এটিএম কামাল অভিযোগ করেন, খানপুর বার একাডেমি কেন্দ্রে বৃহস্পতিবার সকালে তাদের ৮ জন পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি। পরে তিনি এজেন্টদের কেন্দ্রে প্রবেশের ব্যবস্থা করেছেন। দেরি করে আসায় তাদের ঢুকতে দেওয়া হয়নি বলে জানান এটিএম কামাল। ভোটারদের দীর্ঘ লাইন

১৫ নম্বর ওয়ার্ডে গণবিদ্যা স্কুলে ৩ জন পোলিং এজেন্টকে ঢুকতে দেয়নি বলে অভিযোগ করেছেন সাখাওয়াত হোসেন খানের মিডিয়া সেলের দায়িত্বে থাকা অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।  

মোবাইল বিড়ম্বনা

শহরের শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়, নারারায়ণগঞ্জ বার একাডেমি উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ ক্লাবসহ কয়েকটি কেন্দ্রে ভোটারদের কেন্দ্রে মোবাইল নিয়ে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।  এটিএম কামাল বলেন, ‘মোবাইল নিয়ে ঢুকতে দিচ্ছে না। মোবাইল কার কাছে রাখবো। এটা নিয়ে হয়রানি করা হচ্ছে।’ 

উৎসবের আমেজ

এটিএম কামাল আরও বলেন, ‘উৎসবের আমেজ পাচ্ছি। সুষ্ঠু ভোট হচ্ছে। নিরাপদ পরিবেশ থাকলে ভোটারদের আরও চাপ বাড়বে। প্রতিটি কেন্দ্রেই নেতাকর্মীরা চারশ গজ দূরে আছে। রেজাল্ট নিয়েই ঘরে ফিরবো। ভোটারবিহীন নির্বাচনের কলঙ্ক থেকে মুক্তি পেতে চাই। নারায়ণগঞ্জবাসী গণতন্ত্র ফেরাবে দেশে। এই ভোটাধিকার ছিনতাই করতে দেবো না।’

সকাল ৮টায় মাজদাইর আদর্শস্কুল কেন্দ্রে ভোট দেওয়ার পর বিভিন্ন কেন্দ্রে গিয়ে পরিবেশ পর্যবেক্ষণ করছেন বিএনপির প্র্রার্থী সাখাওয়াত হোসেন খান।

/এফএস/   

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাম্প্রদায়িক সম্প্রীতিকে সুসংহত করতে হবে: ধর্মমন্ত্রী
সাম্প্রদায়িক সম্প্রীতিকে সুসংহত করতে হবে: ধর্মমন্ত্রী
কেন ধর্ষণের মতো অপরাধে জড়াচ্ছে কিশোররা?
কেন ধর্ষণের মতো অপরাধে জড়াচ্ছে কিশোররা?
অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
উন্নয়নের ভেলকিবাজিতে বাংলাদেশ এখন ডেথ ভ্যালি: রিজভী
উন্নয়নের ভেলকিবাজিতে বাংলাদেশ এখন ডেথ ভ্যালি: রিজভী
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই