X
বুধবার, ০১ মে ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

কল ড্রপ ও ক্ষতিপূরণের তথ্য দিতেই হবে: তারানা হালিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০১৭, ২২:৫৬আপডেট : ১৬ জানুয়ারি ২০১৭, ২৩:০৪

তারানা হালিম বাধ্যতামূলকভাবে কল ড্রপের হিসাব টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিতে পাঠাতে মোবাইলফোন অপরেটরগুলোকে নির্দেশ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। সোমবার বিকালে সচিবালয়ে বাংলাদেশের মোবাইল অপারেটদের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই নির্দেশ দেন।  

বৈঠকে অপারেটদের সিইও’দের সঙ্গে সেবার মান, কলড্রপ ও বিভিন্ন নির্দেশনা বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন তারানা হালিম। এ সময় তিনি কল ড্রপের ফলে গ্রাহক কী পরিমাণ ক্ষতিপূরণ পাচ্ছেন, তার হিসাবও প্রতিমাসে বিটিআরসি’র কাছে জমা দেওয়ার নির্দেশ দেন। 

বৈঠক শেষে তারানা হালিম সাংবাদিকদের বলেন, ‘আমাদের সেবার মান বাড়ানোর জন্য মোবাইল অপরেটরদের বলেছি। এখন থেকে প্রতিমাসে কী পরিমাণ কলড্রপ হয়, ক্ষতিপূরণের হিসাব জানানো বাধ্যতামূলক করা হয়েছে। প্রথমে তারা বিটিআরসি’র কাছে হিসাব দেবে। সেখান থেকে মন্ত্রণালয় বিষয়টি তদরকি করবে।’ এছাড়া বিদেশের কোনও নম্বরে মিসড কল গেলে তার টাকা কাটা যাবে না বলেও, অপারেটরদের নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী জানান, কলড্রপের ক্ষেত্রে আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থার (আইটিইউ) নির্ধারিত মান শতকরা ৩ শতাংশ। সে অনুযায়ী যদি কলড্রপ হয়, সেটি গ্রহণযোগ্য হবে। তবে এর বেশি কল ড্রপ হলে জরিমানা দিতে হবে।’ এ সময় অপারেটরদের চলতি জানুয়ারির প্রতিবেদন আগামী ফেব্রুয়ারিতে পাঠাতে বলা হয়।

তারানা হালিম বলেন, ‘কোয়ালিটি অব সার্ভিস নিশ্চিত করতে অপারেটরা দু’টি প্রধান সমস্যার কথা বলেছেন। একটি হচ্ছে ইন্টারনেটের ডাটা ডিমান্ড বেশি, সে কারণে প্রচুর পরিমাণ স্প্রেকটাম কনজাম্পশেন হয়। ভয়েসের ক্ষেত্রে কিছুটা কম হলেও গ্রাহক ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’

বৈঠকে অপারেটরা এসব সমস্যা সমাধানে প্রতিমন্ত্রীর কাছে দু’টি সহায়তা চেয়েছেন। যার একটি হলো অবকাঠামোর অ্যাকটিভ শেয়ারিং ও আরেকটি হলো টেক নিউট্রালিটি বা প্রযুক্তি নিরপেক্ষতা। সরকার এ দু’টি বিষয় নিশ্চিত করতে পারলে আরও ভালো করা যাবে, বলেও প্রতিমন্ত্রীকে আশ্বস্ত করেন অপারেটরগুলোর সিইও’রা।

এ সময় টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী, গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা পেটারম বি ফারবার্গ, বাংলালিংকের সিইও এবং এমডি এরিক অস, রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গিয়াস উদ্দিন আহমেদসহ অপারেটরদের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 আরও পড়ুন: নিরাপত্তা ঝুঁকিতে ই-কমার্স খাতের ক্যাশ অন ডেলিভারি

/এসআই/এমও/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই মাস পর ইলিশ ধরা শুরু
দুই মাস পর ইলিশ ধরা শুরু
ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি অনিক, সম্পাদক জাওহার
ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি অনিক, সম্পাদক জাওহার
মুম্বাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে লখনউ
মুম্বাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে লখনউ
তপ্ত রোদেও থামে না তাদের কাজ
আজ মহান মে দিবসতপ্ত রোদেও থামে না তাদের কাজ
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস