X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

শিক্ষাপ্রতিষ্ঠানের মনিটরিং গতিশীল করতে নির্দেশ শিক্ষামন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০১৭, ২০:০৬আপডেট : ১৮ জানুয়ারি ২০১৭, ২০:১২

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মনিটরিং ও মূল্যায়ন কার্যক্রম আরও  গতিশীল করার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বুধবার (১৮ জানুয়ারি) বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘পরিবীক্ষণ ও মূল্যায়নের রূপরেখা, অর্জন ও লব্ধ অভিজ্ঞতা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
কর্মশালার আয়োজন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইং।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানের মনিটরিং ও মূল্যায়ন কার্যক্রম আরও গতিশীল করতে মন্ত্রণালয়ের অধীনস্থ সব অধিদফতর ও সংস্থাকে যথাযথ মনিটরিং ও মূল্যায়ন নির্দেশক নির্ধারণ করে এ কাজ করতে হবে।’ সঠিক মূল্যায়ন শিক্ষার মান উন্নয়নে সহায়ক হবে বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।
নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘শিক্ষার মান উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এজন্য প্রতিষ্ঠানগুলোর কার্যকর মনিটরিং ও মূল্যায়ন খুবই জরুরি। স্কুল মনিটরিংয়ের জন্য পিয়ার ইভালুয়েশন ব্যবস্থা চালু করা হয়েছে ।’
শিক্ষামন্ত্রী জানান, ‘শিক্ষায় আমাদের অনেক উন্নতি হয়েছে। শিক্ষা নারীর ক্ষমতায়ন ও উন্নয়নের ভিত রচনা করেছে। স্কুল পর্যায়ে ঝরে পড়া অনেক কমেছে এবং জেন্ডার সমতা অর্জিত হয়েছে।’
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ড.এস এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমদ ও মহিউদ্দিন খান, বিশ্বসাহিত্য কেন্দ্রের অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ, মাউশির মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইংয়ের পরিচালক প্রফেসর ড. মো. সেলিম মিয়া এবং বিশ্বব্যাংকের প্রতিনিধি টিএম আসাদুজ্জামান বক্তব্য রাখেন।

এসএমএ/ এপিএইচ/

আরও পড়ুন: সংলাপ শেষ, এবার প্রস্তাবগুলো যাচাই-বাছাই করবেন রাষ্ট্রপতি

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে একজন গ্রেফতার
ভৈরবে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে একজন গ্রেফতার
গরু কিনতে যাওয়ার পথে বাবা-ছেলে নিহত
গরু কিনতে যাওয়ার পথে বাবা-ছেলে নিহত
লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী
লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী
রাফাহ শহরের একাংশ থেকে ফিলিস্তিনিদের সরে যেতে বললো ইসরায়েল
সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি?রাফাহ শহরের একাংশ থেকে ফিলিস্তিনিদের সরে যেতে বললো ইসরায়েল
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?