X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

‘বঙ্গবন্ধু বিমান বন্দরের সাইট সিলেকশনে সংক্ষিপ্ত তালিকা তৈরির কাজ চলছে’

নিজস্ব প্রতিবেদক
২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৪৯আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৫৪

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: সংগৃহীত) প্রাচ্য ও পাশ্চাত্য বিমান চলাচলের হাব হিসেবে গড়ে তোলার জন্য বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমান বন্দর নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘এ প্রকল্পের বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষা চালানোর জন্য গত বছরের ২১ সেপ্টেম্বর জাপানি পরামর্শক প্রতিষ্ঠান নিপ্পন কই কোম্পানির সঙ্গে চুক্তি সই হয়েছে। ১ অক্টোবর থেকে তারা কাজ শুরু করে।  সার্ভে  শেষে প্রাথমিক পর্যায়ে সাইট সিলেকশনের জন্য সংক্ষিপ্ত তালিকা তৈরির কাজ চলছে।’ বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের দক্ষিণ–পশ্চিমাঞ্চলের সঙ্গে দ্রুত যোগাযোগ স্থাপনের জন্য বাগেরহাটে খান জাহান আলী বিমান বন্দর নির্মাণের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। বর্তমানে বিমান বন্দর নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণের কাজ চলছে।’  

এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ পোশাক রফতানিতে বর্তমানে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, চীন, ভারত ইত্যাদি দেশে শুল্কমুক্ত সুবিধা পেয়ে থাকে। এ ছাড়া সম্ভাবনাময় বাজার হিসেবে রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, জাপান, ব্রাজিল, চীন, ভারত, দক্ষিণ কোরিয়ায় বাণিজ্য মেলায় আরও বেশি প্রতিনিধি দল পাঠানো হচ্ছে।’

সামশুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘দেশে বর্তমানে ৩১৮টি ফায়ার স্টেশন চালু আছে। এসব স্টেশনে জনবলের সংখ্যা ৮ হাজার ৫০০। তবে সরকার ফায়ার সার্ভিসের উন্নয়নে একাধিক প্রকল্প গ্রহণ করেছে। প্রকল্প বাস্তবায়িত হলে স্টেশনের সংখ্যা ৫৫২টি এবং জনবলের সংখ্যা দাঁড়াবে ১৫ হাজারে।’

জাতীয় পার্টির রওশন আরা মান্নানের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে বর্তমানে জাতীয় সংসদের স্পিকার একজন নারী। সংসদ নেতা, উপনেতা ও বিরোধী দলীয় নেতা হিসেবে নারীরা দায়িত্ব পালন করছেন। মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ মোট ৫ জন নারী আছেন। নারীদের মধ্যে প্রশাসনে বর্তমানে দু’জন সিনিয়র সচিব, ৭ জন সচিব ও ৭৮ জন অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচন কমিশনে প্রথমবারের মতো একজন নারী কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।’

/ইএইচএস/এমএনএইচ/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
স্যামসন-জুরেলের ব্যাটে লখনউকে সহজে হারালো রাজস্থান
স্যামসন-জুরেলের ব্যাটে লখনউকে সহজে হারালো রাজস্থান
মুগদায় তীব্র গরমে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু
মুগদায় তীব্র গরমে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু
কাপ্তাই হ্রদে নাব্য সংকট, ৫ উপজেলার যোগাযোগ বন্ধ
কাপ্তাই হ্রদে নাব্য সংকট, ৫ উপজেলার যোগাযোগ বন্ধ
কলকাতা স্টেশনে অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি
কলকাতা স্টেশনে অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু