X
বুধবার, ০১ মে ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

বিএনপির নিবন্ধন বাতিলের দাবি নজিবুল বশরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:২৬আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:২৮

নজিবুল বশল মাইজভাণ্ডারী, ছবিসংগৃহীত বিচারের আওতায় এনে জামায়াত ইসলামীর মতো বিএনপিরও নিবন্ধন বাতিলের দাবি তুলেছেন তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। কানাডার ফেডারেল আদালতে বিএনপিকে ‘সন্ত্রাসী দল’ হিসেবে আখ্যা দেওয়ার প্রসঙ্গ টেনে বৃহস্পতিবার জাতীয় সংসদে এক অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন। একই সঙ্গে তিনি অগ্নি সন্ত্রাসের দায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতারের দাবি করেন।
কানাডার আদালতের রায়ের প্রসঙ্গ টেনে নজিবুল বশর বলেন, ‘বাংলাদেশের জনগণ বিএনপি ও খালেদা জিয়ার কাছে জিম্মি হয়ে গেছে। বেগম খালেদা যে অগ্নিসংযোগ করেছেন, এ জন্য বিদেশের মাটিতে তাদেরকে সনদ ধরিয়ে দেওয়া হয়েছে। সমগ্র বিশ্বে তারা সন্ত্রাসী দল হিসেবে পরিচিতি পেয়েছে।বিএনপির নাম নিলে কোনও বাংলাদেশিকে বিদেশে আশ্রয় দেওয়া হয় না।’
তিনি বলেন, ‘ধর্মের কল বাতাসে নড়ে। এই বিএনপি গত নির্বাচনের আগে মানুষ পুড়িয়ে হত্যা করেছে। নারী-শিশুরা এখনও কাতরাচ্ছে। আমরা বারবার বলেছি, যারা যুদ্ধাপরাধী-সন্ত্রাসীদের প্রশ্রয় দেয় তারাও সন্ত্রাসী।’
প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী অগ্নিসন্ত্রাসীর বিচার করার ঘোষণা দিয়েছেন। আমরা জানি, তিনি তার এই প্রতিশ্রুতি পূরণ করবেন। সুশাসন প্রতিষ্ঠা করতে হলে অগ্নিসন্ত্রাসের বিচার করতে হবে। এর সঙ্গে আহ্বান করব বিএনপি যাতে আগামীতে এ ধরনের কর্মকাণ্ড করতে না পারে। এজন্য খালেদা জিয়াসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিচার ত্বরান্বিত ও খালেদা জিয়াকে আইনের আওতায় এনে তাকে গ্রেফতারের জোর দাবি জানাচ্ছি।’

প্রসঙ্গত, হরতাল-অবরোধে সহিংসতা ও সন্ত্রাসের সঙ্গে বিএনপির সংশ্লিষ্টতার কারণে দলটির এক কর্মীর রাজনৈতিক আশ্রয়ের আবেদন কানাডার অভিবাসন দফতর খারিজ করে দিলে, তিনি ফেডারেল আদালতে যান। ফেডারেল আদালতও গত জানুয়ারিতে তার আবেদন খারিজ করে দেয়, যার পূর্ণাঙ্গ রায় সম্প্রতি প্রকাশিত হয়েছে। ওই রায়ের পর্যবেক্ষণে বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করা হয়।

/ইএইচএস/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি অনিক, সম্পাদক জাওহার
ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি অনিক, সম্পাদক জাওহার
মুম্বাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে লখনউ
মুম্বাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে লখনউ
তপ্ত রোদেও থামে না তাদের কাজ
আজ মহান মে দিবসতপ্ত রোদেও থামে না তাদের কাজ
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস