X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ঢিলেঢালাভাবে রাজধানীতে চলছে বাস ধর্মঘট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১০:৩২আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১১:০০

বাস ধর্মঘট

তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজনের নিহতের মামলায় এক বাসচালকের যাবজ্জীবন কারাদণ্ডাদেশের প্রতিবাদে আজ মঙ্গলবার সকাল থেকে সারাদেশে পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এ ধর্মঘটের ডাক দিয়েছে। রাজধানী ঢাকায় আংশিকভাবে ধর্মঘট পালন করা হচ্ছে। দেশের বিভিন্ন জায়গায় ধর্মঘট চলছে বলে জানিয়েছেন বাংলা ট্রিবিউনের প্রতিনিধিরা।

রাজধানীর সায়েদাবাদ বাস স্ট্যান্ড থেকে মঙ্গলবার সকালে কুমিল্লা, নরসিংদী, চট্টগ্রামের উদ্দেশে বাস ছেড়ে গেছে। তবে সংখ্যায় খুব বেশি নয়। বাস টার্মিনালে যাত্রীদের উপস্থিতিও বেশ ভালো। যাত্রী সংখ্যার তুলনায় গাড়ির সংখ্যা কম। ফলে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।  

বাসের জন্য যাত্রীদের অপেক্ষা

নগরীর ভেতরও খুব বেশি পরিমাণে যানবাহন চলাচল করছে না। ফলে অফিসগামী লোকজনকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। দীর্ঘক্ষণ রাস্তায় অপেক্ষা করেও গাড়ি পাচ্ছেন না অনেকে। আর যেসব গাড়ি চলছে তাতে যাত্রী বেশি থাকায় অনেকে ওঠতেও পারছেন না। তাই অনেক যাত্রী বাধ্য হ য়েই রিকশা, সিএনজি ও অটোরিকশা করে চলাচল করছে। তবে বিআরটিসির বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

আবদুল খালেক, ‘আমি অনেকক্ষণ ধরে দাড়িয়ে আছি। আর রিকশায় যাওয়ার মতো টাকা নেই। আমি এখন কিভাবে যাবো চিন্তা করছি।’     

ঢিলেঢালাভাবে রাজধানীতে চলছে বাস ধর্মঘট

বিপ্লবী সড়ক পরিবহন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আলী রেজা বলেন, ‘এখন ধর্মঘট ও হরতাল দুটোই চলছে। আমরা এখন সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। সরকার যদি শ্রমিকের শাস্তির ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ না নেয় তাহলে দুপুরের পর সব বাস-ট্রাক সব বন্ধ হয়ে যাবে।’

ঢিলেঢালাভাবে রাজধানীতে চলছে বাস ধর্মঘট

চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীর সহ পাঁচজনের নিহতের ঘটনায় ঘাতক বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন মানিকগঞ্জ আদালত। এই রায়ের প্রতিবাদে রবিবার থেকে খুলনা বিভাগের ১০ জেলায় রবিবার ভোর ৬টা থেকে অনির্দিষ্ট কালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।

জামির হোসেনের রায়ের প্রতিবাদে খুলনা বিভাগের ১০ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ২দিন পালন শেষে মঙ্গলবার ভোর ৬টা থেকে দেশব্যাপী ছড়িয়ে পড়ছে।

ঢিলেঢালাভাবে রাজধানীতে চলছে বাস ধর্মঘট

দেশব্যাপী ধর্মঘট আহবানের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক আব্দুর রহিম বক্স দুদু সোমবার রাত সোয়া ১১টায় বলেন, ‘মঙ্গলবার ভোর ৬টা থেকে দেশব্যাপী পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়েছে।’

ছবি: নাসিরুল ইসলাম।

/ওএফ/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অবশেষে চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি
অবশেষে চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি
আদালতে ড. ইউনূস
আদালতে ড. ইউনূস
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!